7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

নন্দন পার্কে কালো ব্যাগের সন্ধানে যৌথবাহিনীর অভিযান

নন্দন পার্কে কালো ব্যাগের সন্ধানে যৌথবাহিনীর অভিযান
যৌথবাহিনীর অভিযান

সাভারের আশুলিয়া বাড়ইপাড়া এলাকায় অবস্থিত থিম পার্কখ্যাত বেসরকারি বিনোদন কেন্দ্র ‘নন্দন পার্কে’ একটি কালো ব্যাগের সন্ধানে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। শনিবার বিকেলে এই অভিযান চালানো হয়। এ সময় ব্যাগটি থেকে ২ লাখ ১৩ হাজার ৭০০ টাকা আইপ্যাডসহ কাগজপত্র উদ্ধার করা হয়।

এদিকে নন্দন পার্কের চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার পর পরিচালক বেলাল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন পার্কটির অংশীদাররা। সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদকে মৌখিক শেয়ার দিয়ে বেলাল হক নানা ধরনের সুবিধা নিতেন বলে দাবি করেছেন অংশীদার সিরাজুল ইসলাম। এছাড়া তার বিরুদ্ধে মানিলন্ডারিংসহ বিনোদন কেন্দ্রের শেয়ার দখলের অভিযোগও করেন তিনি।

- Advertisement -

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে প্রতারণার মামলায় পরোয়ানাভুক্ত আসামি ও নন্দন পার্কের পরিচালক বেলাল হককে গ্রেপ্তার করে পর দিন আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারের আগে একটি কালো ব্যাগ পার্কের ভিতরে রেখে আসেন বেলাল হক। সেই ব্যাগের সন্ধানে অভিযান পরিচালনা করে যৌথবাহিনির সদস্যরা।

এ সময় নন্দন পার্কে গিয়ে পার্কটির অংশীদার সিরাজুল ইসলাম বলেন, বেলাল হক ডিবি প্রধান হারুনকে মৌখিকভাবে ২০ শতাংশ শেয়ার দিয়ে তার মাধ্যমে আমাদের ভয় দেখাতেন। গত ৭ বছর ধরে আমাদের কোনো ধরনের লভ্যাংশ প্রদান করেনি। এছাড়া অবৈধভাবে শেয়ার দখল করে রেখেছেন তিনি।

তিনি বলেন, পরিচালনা পর্ষদে ১২ জন শেয়ারহোল্ডার থাকলেও তিনি মনগড়া পার্কটি পরিচালনা করতেন। তিনি পার্কটি থেকে কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া কর্মচারীদের বেতনভাতাও ঠিকঠাক দেতেন না তিনি। তিনি কৌশলে আমাদের শেয়ার দখলের চেষ্টাও করেছেন। এখন আমরা দ্রুত সকল শেয়ারহোল্ডার নিয়ে বসে মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব। আমরা চাই পার্কটি নিয়ম অনুযায়ী পরিচালিত হোক।

সেন্টমার্টিনে পর্যটক সীমিত ও রাত্রিযাপন নিষিদ্ধ না করার দাবিসেন্টমার্টিনে পর্যটক সীমিত ও রাত্রিযাপন নিষিদ্ধ না করার দাবি
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আজ বিকেলে নন্দন পার্কের ভেতরে একটি কালো ব্যাগের সন্ধানে অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর সদস্যরা। এসময় ব্যাগটি উদ্ধার করে ২ লাখ ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। বেলাল হকের বিরুদ্ধে অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রাথমিকভাবে সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles