7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মরুভূমিতে গাড়ি নষ্ট, যেভাবে উদ্ধার পেলেন পথ হারানো ২ তরুণী

মরুভূমিতে গাড়ি নষ্ট, যেভাবে উদ্ধার পেলেন পথ হারানো ২ তরুণী
উবার উট

দুই তরুণী সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের এক মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করছিলেন। এ সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন তারা। অবশেষে পথ হারিয়ে উবারে উট ডেকে রক্ষা পান তারা।

এনডিটিভির খবরে বলা হয়, সুবিশাল, সুবিস্তৃত মরুভূমিতে পথ হারিয়ে হঠাৎ করেই উবার অ্যাপ চালু করেন তাদের একজন। অপ্রত্যাশিতভাবে ভ্রমণের বিকল্প হিসেবে ‘উট’ দেখতে পান তিনি। এই অস্বাভাবিক পরিবহনটি বুকিং দেওয়ার কিছুক্ষণ পরই সেখানে এক ব্যক্তি উট নিয়ে হাজির হন। নিজেকে ‘উবার ক্যামেল ড্রাইভার’ বলে পরিচয় দেন তিনি।

- Advertisement -

এক তরুণী তাৎক্ষণিকভাবে উটের পিঠে চেপে বসেন। এ সময় অপর জন অবাক হয়ে বলেন, ‘পথ হারিয়ে আমরা সত্যি সত্যি উট ডেকে এনেছি।’

এরপর উবার ডাকা সেই তরুণী চালককে জিজ্ঞাসা করেন, ‘আপনার জীবিকার উৎস কি?’। জবাবে তিনি বলেন, ‘আমি উবার ক্যামেল সেবা দেয়। আমি মরুভূমিতে পথ হারানো মানুষকে সাহায্য করি।

চালক ব্যাখ্যা দেন, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা মানুষদের সহযোগিতা দেওয়ায় তার পারদর্শিতা রয়েছে। দুবাই-হাট্টা সড়কের আল বাদাইয়ের নামের অবস্থানে এই ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা দুই তরুণী নিরুপায় হয়ে উবার অ্যাপের শরণাপন্ন হন। সেখানে তারা ‘উবার ক্যামেল’ বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে পড়েন। অল্প সময়ের মাঝে এই ভিডিও সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেয়।

- Advertisement -

Related Articles

Latest Articles