5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

প্রফেশনাল এথিকস

প্রফেশনাল এথিকস
প্রফেশনাল এথিকস

প্রফেশনাল এথিকবা কোড অব কনডাক্ট লঙ্গন কিন্তু কোনো প্রশংসার কাজ নয়।

গতকাল আমার কে ভাগ্নে আমাকে একটি ক্লিপ পাঠিয়ে বললো বাংলাদেশের কোন এক সরকারি কর্মকর্তা মহিলা তার ফেসবুকে কোনো এক রাজনৈতিক দলীয় কথাবার্তা লেখায় তাকে ওএসডি করা হয়েছে। তারপর আজকে আবার এখানে এক অপার পোস্টে দখলাম ওই ভদ্রমহিলাকে অনেক বাপের বেটি বলেছেন। আমি আগেই বলেছি সাধারণত বাংলাদেশের রাজনৈতিক বেপারে নিয়ে আমি কথা বলে সময় নষ্ট করি না। তবে এ বিষয়টি নিয়ে বলছি কারণ এটি একটি প্রফেশনাল এথিকস এর ব্যাপার।

- Advertisement -

উইল স্মিথ এবং জিনাদিনকে কে অনেকেই বাপের বেটা বলেছিলো, কিন্তু তাতে কি তারা তাদের পেনাল্টি থেকে মুক্তি পেয়েছে। উনারা তো কত বড়ো মাপের মানুষ ছিলেন।

ভদ্রমহিলার কথাগুলি নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু একটি সরকারি পজিশনে থেকে কোনো একটি দলীয় বেপার নিয়ে কথা বলা ঠিক না। আমার বাপ ৩০ বছর পুলিশের চাকরি করেছে, ছোটখাটো একজন অফিসার ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি বঙ্গবন্ধু, জিয়াউর রহমান এবং এরশাদ সবার সময়ে চাকরি করেছেন, এবং তার অবশ্যই কোননা কোনো দলের প্রতি Faith ছিল, কিন্তু তার দীর্ঘ ৩০ বছর চাকরি জীবনে উনিফরমড অথবা আনইউনিফর্মড অবস্থায়, পাবলিকলি কখনো শুনি নাই কোনো রাজনৌতিক দলের কোনো কথা বলেছেন।

আমার নিজের অনেক বন্ধুবান্দব আছে যারা এখন বাংলাদেশ সরকারের অনেক বড়ো পদে আছেন এবং তারা একসময়ে ছাত্রলীগ/বিনপি রাজনীতির সাথে জড়িত ছিল, এবং এখনো তারা সেই দলের সমর্থক, কি তাদের পেসবুক পেইজে তো এমন কিছু লেখে না। তারা কি কাওয়ার্ড !
তবে এখনো ভদ্রমহিলার মতো অনেক ছোটোবড়ো আমলা আছে যারা হয়তো উনার মতো বলেন না, কিন্তু মনে ধাৰণ করেন।

আপনি সরকারি কর্মকর্তা হলেই কোনো দলের সমর্থক হতে পারবেন না এরকম কোনো কথা নেই, শুধু খেয়াল রাখতে হবে পাবলিকলি আপনার সে কথা না বলা বা সেই সমর্থনের কারণে কাউকে এ্যাডভানটেজ না দেওয়া, এবং আপনি যেই দলেরই সমর্থকই হউন না কেন আপনি যখন সার্ভ করবেন তখন আপনার সেবা গ্রহণকারী হতে হবে দলমত নির্বিশেষে।

আমার এখানে ক্লাইন্টদের মধ্যে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, ট্রানসেক্সচুয়াল, গাঁজাখোর, মদখোর, চোর, ডাকাত, ধনী, গরিব সব ধরণের মানুষ আছে। আমি কি তাহলে একজন মুছলমান হিসাবে অন্যদেরকে একটু কম সার্ভিস দিবো বা অন্য মসুলমানকে বেশি সার্ভিস দিবো ? অবশই না। ইটা হলো প্রফেশনাল এথিক . এই প্রবেশ্যাল এথিক কি আমাদের দেশে আছে ?

আমার কথাগুলি কেউ আবার দলীয়ভাবে নিবেন না। এ কথাগুলি সমস্ত প্রফেশনালদের জন্য।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles