0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ইউটিউবাররা পেছনে লাগায় নেতৃত্ব ছাড়ছেন শান্ত: আশরাফুল

ইউটিউবাররা পেছনে লাগায় নেতৃত্ব ছাড়ছেন শান্ত: আশরাফুল
জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে হঠাৎ নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছেড়ে দেওয়ার খবর এসেছে মিডিয়ায়। বিসিবিও নিশ্চিত করেছে, চট্টগ্রাম টেস্ট শেষে শান্ত তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চান। কিন্তু বিসিবি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে শান্তর সাক্ষাতে হবে চুড়ান্ত সিদ্ধান্ত।

অধিনায়ক হওয়ার কিছুদিন পর থেকেই শান্তর ফর্ম ভালো যাচ্ছিল না। যদিও তার অধিনায়কত্বের প্রশংসা করছেন সবাই। শুধু কি ফর্মহীনতার কারণেই নেতৃত্ব ছাড়ছেন শান্ত? সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সেটা মনে করেন না। তার মতে, চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা থেকে বাঁচতেই শান্ত এমন সিদ্ধান্ত নিয়েছেন।

- Advertisement -

টিভি চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’কে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তর পারফর্মেন্স তুলে ধরেন আশরাফুল, ‘শান্ত অধিনায়ক হওয়ার আগে চমৎকার দুটি সেঞ্চুরি করেছিল আফগানিস্তানের সঙ্গে। অধিনায়ক হওয়ার পরেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিল। তারপর থেকে টেস্টে তার রান আসছে না। ওয়ানডেতে ভালো করছে, টি-টোয়েন্টিটা একদমই ভালো যাচ্ছে না। অবশ্য টি-টোয়েন্টি আগেও ভালো ছিল না। ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় দুটি ফিফটি করেছিল। এছাড়া আসলে বলার মতো কিছু নেই।’

একসময়ের ‘লিটল মাস্টার’ খ্যাত আশরাফুল বলেন, ‘যখন তিনটা ফরম্যাটই খেলবেন, পারফর্মেন্স না হবে, এখন সোশ্যাল মিডিয়া চলে আসায় একজন ক্রিকেটারের জন্য কষ্ট হয়ে যায়। মাঠের ফিল্ড সেটআপ বলেন, বোলিং পরিবর্তন সবকিছুই আমার কাছে মনে হয় ভালো ছিল। যেহেতু নিজের ব্যাটিং পারফর্মেন্সটা ভালো হচ্ছিল না টি-টোয়েন্টি আর টেস্টে, সে কারণেই ইউটিউবাররা যেভাবে লেগেছেন, তাতে হয়তো সে চিন্তা করেছে যে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে যাওয়ার।’

তবে শান্তর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোকে সমর্থন করছেন না আশরাফুল। শান্তকে শুধু টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিলেন তিনি, ‘আমি মনে করি, এটা কোনো সমাধান না। শান্ত যেটা করছে, এটা দলের জন্য ভালো কিছু আনবে না। মানুষের জীবনে উত্থান-পতন থাকবেই। যেহেতু সে তরুণ, তাই ক্রিকেট বোর্ডের চিন্তা করা উচিত তাকে দুইটা ফরম্যাটে রাখলে দেশের জন্যই ভালো। আমি সবসময় মনে করি, একজন ক্যাপ্টেন সব ফরম্যাটে থাকা ভালো, বিশেষ করে আমাদের দেশে। কিন্তু যেহেতু তার স্টাইলটা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে যাচ্ছে না, তাই এটা বাদ দিয়ে বাকি দুই ফরম্যাটেই তার অধিনায়ক থাকা ভালো।’

- Advertisement -

Related Articles

Latest Articles