7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

প্রাক্তনের কথা ভেবে কান্না পাচ্ছে? সোশালে ব্লক করেছেন?

প্রাক্তনের কথা ভেবে কান্না পাচ্ছে? সোশালে ব্লক করেছেন?
প্রতীকী ছবি

ব্রেকআপ কোনো নতুন বিষয় নয়। কিন্তু যখনই মন ভাঙে তখন একই কষ্ট হয়। আর এই কষ্টের তীব্রতা কখনো কখনো এতটাই বেশি হয় যে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে। ভাবলেই বুকটা দুমড়ে মুচড়ে ওঠে। কিন্তু বাস্তব যতই কঠিন হোক, তাকে মেনে নিতেই হবে।

অনেক সময় এমনও হয় প্রাক্তন সম্পর্ক থেকে বেরিয়ে অনেক দূর চলে গেছেন। কিন্তু আপনি এখন সেই একই জায়গায় পড়ে রয়েছেন। তার কথা বার বার মনে পড়ছে, ইনস্টাতে স্টক করছেন। কিন্তু মুভ অন তো করতেই হবে। জেনে নিন কী করবেন আর কী করবেন না।

- Advertisement -

সোশালে ব্লক করুন

ব্রেকআপ হওয়ার পর ঘন ঘন এক্সকে সোশাল মিডিয়ায় স্টক করছেন। দেখছেন সে কী করছে, কোথায় যাচ্ছে, কীভাবে আনন্দ করছে। এমনকি কে তার পোস্টে লাইক-কমেন্ট করেছে সেটাও চেক করছেন। কখন অনলাইন আসছে সেটাও খেয়াল রাখছেন। এগুলো করবেন না। নিজের ভালোর জন্য প্রাক্তনকে সব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দিন।

ক্ষমা করতে শিখুন

সম্পর্কে থাকাকালীন তিনি কিছু ভুল করেছেন। আপনিও কিছু ভুল করেছেন। সব ভুল ক্ষমা করে দেওয়া যায়। কিন্তু যদি প্রাক্তনের ভুলকে ক্ষমা করে দিতে পারেন, আপনিই জীবনে সুখী থাকবেন। অতীতে যা কিছু করেছে সেগুলো ক্ষমা করে দিন। কিন্তু ভুলে যাবেন না। এতে জীবনে চলার পথে আঘাত কম পাবেন। আর যদি প্রাক্তন ফিরতে চায় আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা নয়।

প্রাক্তনকে ভালোবাসা ভুল নয়

আপনি তাকে এখনও ভালোবাসেন। তিনি ভালোবাসেন না। এতে কোনো ক্ষতি নেই। বরং এই ভালোবাসা সম্মান করতে শিখুন। এক তরফা ভালোবাসায় কষ্ট আছে ঠিকই, কিন্তু কোনো ভুল নেই। আপনি যদি কাউকে ভালোবাসেন, তা হলে গর্ব বোধ করুন। ভালোবেসে কষ্ট পাবেন না।

বাস্তবতা মেনে নিন

সম্পর্কে বিচ্ছেদ হতে পারে। দুটি মানুষের মধ্যে মনোমালিন্য হতেই পারে। যে মানুষটা কাল সারাক্ষণ আপনার খবর নিত, সে আজ খোঁজও নেয় না। এমন হওয়াও স্বাভাবিক। শুধু আপনাকে বাস্তবতা গ্রহণ করতে হবে। সত্যি এড়িয়ে কোনো লাভ হবে না। বরং বাস্তব মেনে নিলে জীবনে এগিয়ে যেতে সুবিধা হবে।

ফুড ডেলিভারি অ্যাপে সাবেক প্রেমিকাকে অনুসরণফুড ডেলিভারি অ্যাপে সাবেক প্রেমিকাকে অনুসরণ
নিজেকে ভালোবাসতে ভুলবেন না

নিজেকে সবার আগে ভালো রাখুন। আপনার যে সব কাজ করতে ভালো লাগে, যে সব কাজ আপনাকে আনন্দ এনে দেয় সেগুলো করুন। সবার আগে নিজেকে ভালোবাসুন। নিজের জন্য বাঁচতে শিখুন।

- Advertisement -

Related Articles

Latest Articles