7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

নব্বই হাজার মানুষকে ব্লক করেছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

নব্বই হাজার মানুষকে ব্লক করেছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী
ডলি সায়ন্তনী

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী সর্বশেষ আলোচনায় এসেছিলেন সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে নির্বাচন করে ডলি সায়ন্তনী ভোট পেয়েছিলেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট। ওই আসনে বিজয়ী প্রার্থী নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির।

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।

- Advertisement -

গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু….গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু….
এবার নতুন করে এই গায়িকা আলোচনায় এলেন ফেসবুকে ব্লক করে। দু একজনকে নয় উলটাপালটা মেসেজ দেওয়ায় গায়িকা ৯০ হাজার ৮৭০ জনকে ফেসবুকে বলক করেছেন। নিজেই বিষয়টি সামাজিক মাধ্যমে ফেসবুকে জানিয়েছেন।

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতারআত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতার
এক ফেসবুক পোস্টে জনপ্রিয় এই গায়িকা লিখেছেন, আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজ কে দেখতে চাননা তারা দেখবেননা প্লিজ আর কেউ যদি উল্টা পাল্টা মেসেজ করবেন তো ব্লক খাবেন।

তার এই পোস্টে রীতিমতো প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই নানারকম মন্তব্য করছেন।

জনপ্রিয় এই গায়িকা ১৫টি একক অ্যালবাম, ১০০টির উপরে দ্বৈত ও মিশ্রিত অ্যালবামের কাজ করেছেন। এছাড়াও তিনি ৭০০টির উপরে বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। তার গাওয়া প্রথম চলচ্চিত্র ছিল উত্থানপতন। গানের কথা ছিল, রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা।

 

- Advertisement -

Related Articles

Latest Articles