5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

মি‌সো‌ফো‌নিয়া

মি‌সো‌ফো‌নিয়া
মি‌সো‌ফো‌নিয়া

মি‌সো‌ফো‌নিয়া(Misophonia) হল খাবার চিবা‌নোর শব্দ যা পাশে থাকা অন্য মানু‌ষের বিরক্তি উৎপাদন ক‌রে।

এটা জীনগত ব্যাপারও। কারন সমস্যাটি বাবা-মার থাক‌লে সন্তান‌দেরও থাক‌তে পা‌রে।

- Advertisement -

ত‌বে আশংকার কথা হল, ম‌নোবিজ্ঞানীরা বল‌ছেন, যাঁরা খাবার চিবা‌নোর সময় শব্দ ক‌রে, তাঁদের ম‌ধ্যে উদ্বিগ্নতা (Anxiety), বিষন্নতা (Depression), অ‌স্থিরতা (Attention Depicit Hyper activity Disorder-ADHD) জাতীয় এক বা একা‌ধিক মান‌সিক রোগ থাকার সম্ভবনা বে‌শি।

ত‌বে উল্টোটা নাও হ‌তে পা‌রে। তার মা‌নে হল, কা‌রো ম‌ধ্যে বিষণ্ণতা থাক‌লে, বা উদ্বিগ্নতা থাক‌লে অথবা এডিএইচ‌ডি থাক‌লেই যে তি‌নি খাবার চিবা‌নোর সময় শব্দ কর‌বেন তা নয়।

ত‌বে খাবার চিবা‌নোর সময় শব্দ কর‌লে এটা ধ‌রেই নেয়া যা‌বে যে, তার হয়ত বিষণ্ণতা, বা উদ্বিগ্নতা বা এডিএইচ‌ডি জাতীয় মান‌সিক ইস্যু আছে।

মূল কথায় আসি।

খাবার চিবা‌নোর সময় কেউ শব্দ কর‌লে আমরা অসম্ভব বিরক্ত হই। অ‌নে‌কে সরাস‌রি বল‌তে পা‌রিনা। অসভ্যতাও ভে‌বে ব‌সে আল‌গো‌ছে স্থান ত্যাগ ক‌রি।

আমাদের বুঝ‌তে হ‌বে কেউ ইচ্ছা ক‌রে খাবার চিবা‌নোর সময় শব্দ ক‌রেনা। এটা তার একটা শারী‌রিক ও মান‌সিক ক‌ন্ডিশন। ত‌বে যাঁদের এ ক‌ন্ডিশনটা আছে তাঁরা চি‌কিৎসা করাতে পা‌রে। যে‌হেতু এটি একটা রোগ, সে‌হেতু রোগ ভা‌লো হ‌তেও পা‌রে। সা‌থে সামা‌জিক ও পা‌রিবা‌রিক অস্বস্তি থে‌কেও নি‌জে‌কে রক্ষা করা সম্ভব।

আর যাঁরা ভুল বু‌ঝে অস্বস্তি‌তে ভো‌গেন তাঁ‌দেরও আরো স‌চেতন হওয়া জরুরী।

স্কারবোরো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles