
দুঃসংবাদ শুনলেন সদ্য ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্পেনের কাতালুনিয়া শহরে তার ২৬ মিলিয়ন পাউন্ড বা ৩০০ কোটি টাকার হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে স্থানীয় একটি আদালত।
মিম সিটগেস নামের ৭৭ বেডরুমের ৩০০ কোটি টাকার ওই হোটেলটি শহরের নিয়ম অনুযায়ী নির্মাণ না হওয়ার কারণেই এমন নির্দেশ দিয়েছেন আদালত। চার তারকা এই হোটেলটি বার্সেলোনায় মেসির বাড়ির খুব কাছেই অবস্থিত। শুধু এখানেই নয়, ইবিজা ও মাজুরকাতে মেজিস্টিক হোটেল গ্রুপের অধীনেও হোটেল রয়েছে মেসির।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফিডেন্সিয়াল এ ব্যাপারে লিওনেল মেসি এবং তার সংশ্লিষ্টদের মন্তব্য জানার চেষ্টা করেও পারেনি।