
আজকে একটা জোকস দিয়ে শুরু করি।
‘মিডিয়াতে কিভাবে রেখে ঢেকে কথা বলতে হয় , সেই বিষয়ে সমন্বয়কদের মেটিকুলাসলি ট্রেনিং দিতে প্রফেসর সাহেব দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হয়েছেন’😛 ।
একেবারে সম্প্রতি ঢাকার ডিবিসিতে এক টক্ শোতে এক সমন্বয়কের বেফাঁস কিছু কথা প্রসঙ্গে এক ভদ্রলোক এই রসিকতা করেন।
এখানে লিবারেল এর সাপোর্টার বাংলাদেশী একজনের কথা শুনছিলাম এক স্থানীয় টক্ শো তে। যতই কনজারভেটিভ এর পক্ষের আলোচক ইনিয়ে বিনিয়ে ফরেন পলিসি বিষয়ে বিশেষ করে ইসরাইল হামাস ইস্যুতে ট্রুডো আর পলিয়েভ এর অবস্থান এক করে দেখাতে চেষ্টা করেন, ততই তিনি অর্থাৎ লিবারেল এর সমর্থক আলোচক দৃঢ়ভাবে সেটা অস্বীকার করেন। আমার কাছে উনার এই পরিষ্কার অবস্থানটা ভালো লেগেছে। কারণ তিনি ভালোভাবেই বুঝে শুনে তার পক্ষের অবস্থান তুলে ধরেছেন এবং বলেছেন , ইসরাইল হামাস ইস্যুর কারণে আমি ট্রুডোর পক্ষে। যদি ও মাঝে মাঝে ট্রুডো যে যেটা শুনতে চায় , সেটাই বলেন কিন্তু ইসরাইল এর বিপক্ষে গিয়ে কিছু কংক্রিট পদক্ষেপ ও নিয়েছেন।
আসলে আমারও কথা হলো , রাজনীতিতে ইনিয়ে বিনিয়ে বলার কিছু নাই। রক্ষণশীল ধারার রাজনীতি করতে হলে আপনাকে ওদের ন্যারেটিভ এর সাথে যেতে হবে আর লিবারেল এর সাপোর্টার হলে ওদেরটার সাথে যান। আমাদের এখানে আমি এই লুকোচুরিটা দেখতে পাচ্ছি ইদানিং খুব বেশি। কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসার আলামত দেখা দিয়েছে , তাই অনেকেই ভোল পাল্টাচ্ছে পিয়ের এর পলিসি বুঝে না বুঝেই। পিয়ের ফরেন পলিসিতে আজকের লিবারেল এর যা অবস্থান , তার অনেক কিছুর বিপক্ষে। খালিস্তান ইস্যুতে বলি , ভোটের জন্য ইন্ডিয়াকে উত্যক্ত করার অসৎ উদেশ্যে শিখদের কানাডার মাটি ব্যবহার করতে দেবে না। ফ্রিডম অফ স্পিচ এর নামে কানাডার এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেলিয়ে দেবে না কারণ সে ভালো করেই জানে , দানবকে প্রশ্রয় দিলে দানব একদিন তাকেই গিলে খাবে। এগুলো হচ্ছে নীতি , এক চোখ ভোট ব্যাংকের দিকে রেখে পিয়ের কানাডার জাতীয় স্বার্থের বিরুদ্ধে কিছু করবে না।
আজকে দেশ থেকে আসা এক ভদ্রলোকের সাথে আলাপ হচ্ছিলো। উনি বললেন , ওদের কাজটা শেষ করতে দিন। আমি প্রথমে বুঝতে পারিনি , মূল বিষয়ে না গিয়ে ইতস্তত এটা সেটা বলতে লাগলেন। আমি বললাম , ইনিয়ে বিনিয়ে না বলে কি বলতে চান, খুলে বলেন। তখন বললেন, এই যারা আসছে , তাদেরকে কাজটা শেষ করতে দিন। বুঝলাম , বৈষম্যবিরোধীদের পক্ষ নিয়ে বলছেন। আমি বললাম, তাই বলেন , এটা আপনার অবস্থান , এটা সরাসরি বলেন , তবে যুক্তি থাকলে যুক্তি সহকারে বলেন। আমি শুধু বললাম , দল , দিবস বাতিল শুরু করে আর যাই হোক , কাজ শেষ করতে পারবে বলে মনে হয় না।
আপনাদের কি মত ?
টরন্টো, কানাডা