
সেই কবে Franz Kafka যৎসামান্য পাঠ করে ছিলাম। যা ভুলে গেলেও ২/১টি বিষয় মনে-মগজে গেঁথে আছে। মনে গেঁথে থাকা পাঠকৃত কাফকার জীবন থেকে নেয়া তিনটি বিষয় নিয়ে তিনটি কবিতা লিখলাম শুক্র, শনি, রোববার। সৎ্যি বলছি, অন্য রকমের।
তার আগে গত সপ্তাহে একটি সাদামাটা সরল কবিতা লিখে ছিলাম। কিন্তু শেষ পঙক্তিটা বাকী আছে। এই অসমাপ্ত অবস্থায় (সমাপ্তির জন্য) বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। শুন্যস্থান পূরন করে কৃতিত্ব নিন।
🌿
যে মেয়েটিকে নিয়ে কবিতা লিখে ছিলুম
নদীর নামে তার নাম-
আমি তাকে আমার মায়ের জলদু:খ বিলিয়ে দিয়েছিলুম।
.
যে মেয়েটিকে ফুঁমন্ত্রে বায়ূমন্ডলে উড়িয়ে দিয়েছিলাম
পরীর নামে তার নাম-
আমি তাকে অদৃশ্য হৃদয় উপহার দিয়ে ছিলাম।
.
যে মেয়েটিকে কোন এক হেমন্তে ভালো বেসেছিলাম,
ফুলের নামে তার নাম-
আমি তার সুগন্ধি ঘ্রাণে মধ্যরাতে ঘুমিয়ে ছিলাম।
.
যে পাহাড়ী মেয়েটিকে ঐ দিগন্ত দেখিয়ে ছিলাম
পাখির নামে তার নাম-
আমি তাকে এনজিওর সাথে বিবাহ দিয়েছি।
.
যে নির্বাচিতাকে শিখিয়ে ছিলাম বিপ্লবের গ্রামার
সে দেখতে অগ্নিকন্যা’র মতো
তাকে ভাবলে আমার চিন্তায় শুধু লাল আগুন জ্বলে।
.
যে মনোনীতা মুখস্ত করা মেয়েটিকে এঁকেছিলাম
সে থাকে রূপকথার দেশে
জানি না তার নাম, আবাসিক।
.
যে পরিচিতাকে সারেগামার মতো সঙ্গীত শিখিয়ে ছিলাম,
আমার বোনের নামে তার নাম
[সেই বোনের সঙ্গে দেখা হলো না কখনো!]
টরন্টো, কানাডা