0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

অন্টারিওতে মাদক নিয়ন্ত্রণ কঠিন হতে পারে

অন্টারিওতে মাদক নিয়ন্ত্রণ কঠিন হতে পারে
অন্টারিওতে মাদক নিয়ন্ত্রণ কঠিন হতে পারে

টরন্টোতে পর্যবেক্ষণের অধীনে থাকা ছয়টি মাদক সেবন সাইট বন্ধের পরিকল্পনা করছে অন্টারিও। এর ফলে নগরীর অনিয়ন্ত্রিত মাদক সরবরাহ যাচাই-বাছাই ও বিশ্লেষণে স্থানীয় সংস্থার সামর্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

টরন্টো’স ড্রাগ চেকিং সার্ভিস (টিডিসিএস) বলেছে, প্রস্তাবিত উদ্যোগ যদি বাস্তবায়ন হয় তাহলে তাদের ১০টি কালেকশন সাইটের মধ্যে ছয়টি কমে যাবে। পাঁচ বছর আগে এর পরিদর্শনকাজ শুরু হওয়ার পর থেকে মোট নমুনার প্রায় ৮০ শতাংশ আসত এই সাইটগুলো থেকে।
বাস্তবতা হলো এই ছয়টি সাইট যদি বন্ধ হয়ে যায় তাহলে তা আমাদের মাদক নিয়ন্ত্রণ সামর্থ্যকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সেই সঙ্গে অনিয়ন্ত্রিত মাদক সরবরাহ তদারকিও ক্ষতিগ্রস্ত হবে।

- Advertisement -

২০১৯ সালের ফল থেকে কেন্দ্রীয়ভাবে অর্থায়নকৃত সার্ভিস টরন্টোতে ১৫ হাজার নমুনা সংগ্রহ ও তা বিশ্লেষণ করেছে। সিটির অনিয়ন্ত্রিত মাদকের সরবরাহের ব্যাপারে সময়ানুগ তথ্য দিয়েছে। সেই সঙ্গে নতুন কোনো সাবস্ট্যান্স চিহ্নিত করতেও ভূমিকা রেখেছে।

প্রতিষ্ঠানটি তাদের বিশ্লেষণে পাওয়া তথ্য নিয়মিত অনলাইনে প্রকাশ করে আসছে। ২০২৩ সালের আগস্টে প্রকাশিত তাদের সর্বশেষ প্রতিবেদনে টিডিসিএস দেখেছে যে, ১৯ শতাংশ সম্ভাব্য ফেন্টানাইল নমুনায় ওভারডোজের জন্য দায়ী অন্তত একটি উচ্চমাত্রার ওপিয়ড রয়েছে। তারা আরও দেখেছে যে, ১৬ শতাংশ ফেন্টানাইলের নমুনায় ভেটেরিনারি ট্র্যাঙ্কুইলাইজার বিদ্যমান।

ম্যাকডোনাল্ড বলেন, কমিউনিটিভিত্তিক সেবাটি মাদক সংক্রান্ত শিক্ষা উপকরণ সরবরাহ করে থাকে, যা মাদক ব্যবহারকারীদের অর্থপূর্ণ সেবা ও চিকিৎসা সম্পর্কে তথ্য প্রদানে সহায়তা করে। এই সাইটগুলো বন্ধ হয়ে গেলে মামকসেবীদেরকে তাদের মাদক ব্যবহার সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা হ্রাস করবে। পাশাপাশি সেবা ও চিকিৎসার পথ বাধাগ্রস্ত হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles