7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

নিজের ‘অলৌকিক ক্ষমতা’ দেখাতে ৫ তলা থেকে লাফ ছাত্রের, অতঃপর..

নিজের ‘অলৌকিক ক্ষমতা’ দেখাতে ৫ তলা থেকে লাফ ছাত্রের, অতঃপর..
এ প্রভু

তার মধ্যে ‘অলৌকিক ক্ষমতা’ আছে। সহপাঠীদের কাছে একাধিকবার বলেছেন। এবার সেই ক্ষমতা প্রমাণ করতে হোস্টেলের পাঁচতলা থেকে লাফ দেন এক ছাত্র। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ছাত্রের হাত, পা ভেঙে গিয়েছে। মাথায় গুরুতর চোট পেয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে।

- Advertisement -

পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম এ প্রভু। তিনি বিটেকের তৃতীয় বর্ষের ছাত্র। হোস্টেলের সহপাঠীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, তাদের কাছে প্রভু প্রায়ই বলতেন তার ‘অলৌকিক’ ক্ষমতা রয়েছে। আর সেই ক্ষমতার জোরে যে কোনও বহুতল ভবন থেকে ঝাঁপ দিতে পারেন। ঝাঁপ দিলেও তার কিছুই হবে বলে দাবি করতেন। সহপাঠীরা তার কথায় খুব একটা বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু নিজের সেই ক্ষমতা প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন প্রভু।

প্রভু তার সহপাঠীদের কাছে দাবি করতেন, এক তান্ত্রিক তন্ত্রমন্ত্রের সাহায্যে তাকে এই ‘অলৌকিক’ ক্ষমতা দান করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হোস্টেলের পাঁচতলায় যান প্রভু। সেখানে আরও অনেকে ছিলেন। তারা নিজেদের মধ্যে গল্প করছিলেন। আচমকাই সকলের সামনে পাঁচতলা থেকে ঝাঁপ দেন প্রভু। তার এই কীর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন সহপাঠীরা। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

- Advertisement -

Related Articles

Latest Articles