9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

হাসিনা পরিবারের কারও রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই: তাজউদ্দীনকন্যা শারমিন

হাসিনা পরিবারের কারও রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই: তাজউদ্দীনকন্যা শারমিন
তাজউদ্দীনকন্যা শারমিন আহমদ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ বলেছেন, শেখ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌হাসিনা ও তার পরিবারের কোনো সদস্যের বাংলাদেশের রাজনীতিতে আর ফেরার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন শারমিন আহমদ।

- Advertisement -

আওয়ামী লীগ কবে আর কীভাবে রাজনীতিতে ফিরে আসতে পারে প্রশ্নে শারমিন আহমদ বলেন, মাফিয়াতন্ত্রের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে, পরিচ্ছন্ন কারোর হাতে নেতৃত্ব দিলে এক বা দুই যুগ পরে আওয়ামী লীগ আবার দেশে রাজনীতির মাঠে ফিরে আসতে পারে। তবে আপাতত এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এ সময় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ নেতৃত্বে থাকা আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবি জানান তিনি।

শারমিন আহমদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে মাফিয়া লীগে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের ভালো লোকগুলোকে একত্র করে, জনতার পাশে দাঁড়িয়ে মাফিয়া লীগের নেতৃত্বে যারা ছিল তাদের বহিষ্কারের দাবি জানাতে হবে।

গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের হাতে অনেক তরুণের মৃ্ত্যু নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন শারমিন আহমেদ।

বার এ কারণে তাজ পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে আসার প্রশ্নই আসে না বলে জানান তিনি।

জাতির পিতা প্রশ্নে শারমিন আহমদ বলেন, জাতির পিতা বলার আগে অবশ্যই মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল সেটা বিবেচনায় নিতে হবে। এটা জনগণই নির্ধারণ করবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles