
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ক লিওনেল মেসি কখনই রাজনৈতিক আলাপে জড়াননি। রাজনীতি থেকে তিনি দূরে থাকার চেষ্টা করেন। কিন্তু একজন নাগরিক হিসেবে তার ভোটাধিকার আছে। কিন্তু বড় প্রশ্ন হলো, মেসি সেটা কোথায় প্রয়োগ করেন? বিশ্বের দেশে দেশে ফুটবল খেলে বেড়ানো মেসি কোথায় ভোট দেন?
মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে, এবং তিনি আর্জেন্টাইন জাতীয় দলের একজন তারকা খেলোয়াড়। তাই আর্জেন্টিনার নাগরিকত্ব তার জন্মগত অধিকার। কিন্তু তিনি কখনই দেশের সাধারণ নির্বাচনে ভোট দেন না। কারণ, আর্জেন্টিনার জাতীয় আইনের বিদেশে দীর্ঘ সময় বসবাসকারী আর্জেন্টাইন নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ সীমিত।
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের আরও একটি বিব্রতকর হারঘরের মাঠে রিয়াল মাদ্রিদের আরও একটি বিব্রতকর হার
সেই কৈশোর থেকে বার্সেলোনায় থাকতেন মেসি। তার পুরো ফুটবল ক্যারিয়ারই কেটেছে স্পেনের এই শহরে। ২০০৫ সালে, বার্সেলোনায় স্থায়ীভাবে বসবাস এবং খেলার সুবিধার্থে মেসি স্পেনের নাগরিকত্ব গ্রহণ করেন। এটি তাকে ইউরোপীয় ইউনিয়নে খেলার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেয় এবং বার্সেলোনায় দীর্ঘদিন থেকে যাওয়াটা আরও সহজ হয়।
বার্সেলোনা ছাড়ার পর মেসি পাড়ি জমান প্যারিসে। সেখানে কিছুদিন কাটিয়ে এখন থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে এখন চলছে নির্বাচন। কিন্তু মেসি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিতে পারবেন না- সেটা বলাই বাহুল্য। তাহলে প্রশ্ন থেকেই যায়, মেসি কোন দেশে ভোট দেন?