12.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ‘ভোট’ দিয়ে আলোচনায় অভিনেত্রী

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ‘ভোট’ দিয়ে আলোচনায় অভিনেত্রী - the Bengali Times
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প; কিন্তু কমলা হ্যারিসকে ‘ভোট’ দিয়েছেন ভারতীয় অভিনেত্রীর বান্ধবী।

মুম্বাইয়ের বাসিন্দা হয়ে কী করে তিনি ভোটে অংশগ্রহণ করলেন। ভোট দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলোচনায় আকাঙ্ক্ষা রঞ্জন কপূর।

- Advertisement -

মুম্বাইয়ের বাসিন্দা আকাঙ্ক্ষা ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্টে করে টি-শার্টের এক কোণে লেখা ‘আই ভোটেড’। বাংলায় যার অর্থ ‘আমি ভোট দিয়েছি’। সঙ্গে জুড়ে দিয়েছেন কমলা হ্যারিসের নাম লেখা একটি স্টিকার।

এই ছবিটি ইনস্টাগ্রামের পাতায় স্টোরি দিয়ে আকাঙ্ক্ষা ইঙ্গিত দিলেন যে, তিনি কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। তবে এই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি তিনি। তারপরই শুরু হয়েছে আকাঙ্ক্ষাকে নিয়ে আলোচনা।

১৯৯৩ সালের ১৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম আকাঙ্ক্ষার। বাবা-মা এবং বোনের সঙ্গে সেখানেই থাকেন তিনি। তার বাবা বলিউডের অন্যতম প্রযোজক-পরিচালক শশী রঞ্জন। ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমির ডিরেক্টর আকাঙ্ক্ষার মা অনু রঞ্জন। তার বোন অনুষ্কা রঞ্জন পেশায় মডেল-অভিনেত্রী।

মুম্বাইয়ের জুহুর একটি স্কুল থেকে পড়াশোনা করেছেন আকাঙ্ক্ষা। তার স্কুলের সহপাঠী ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। স্কুলে পড়াকালীন বন্ধুত্ব হয় দুই জনের। আলিয়ার সঙ্গে বন্ধুত্ব গাঢ় হলে আকাঙ্ক্ষা তার প্রিয় বান্ধবী হয়ে ওঠেন।

স্কুলের পড়াশোনা শেষ করার পর মুম্বাইয়ের এক কলেজে অভিনয় নিয়ে ডিপ্লোমা করেন আকাঙ্ক্ষা। ২০১৯ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

বলি অভিনেতা অপারশক্তি খুরানার সঙ্গে একটি মিউজিক ভিডিও অভিনয়ের সুযোগ পান আকাঙ্ক্ষা। অঙ্কিত তিওয়ারি, জ্যাসলিন কউর রয়্যালের মতো একাধিক সঙ্গীতশিল্পীর সঙ্গে মিউজিক ভিডিও কাজ করেন আকাঙ্ক্ষা।

বড় পর্দায় নয়, ওটিটির পর্দায় মুক্তিপ্রাপ্ত ছবিতে প্রথম অভিনয় করেন আকাঙ্ক্ষা। ২০২০ সালে কর্ণ জোহরের প্রযোজনায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘গিল্টি’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় কিয়ারা আডবাণীকে। ‘গিল্টি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান আকাঙ্ক্ষা।

ভাসান বালার পরিচালনায় ২০২২ সালে ওটিটির পর্দায় মুক্তি পায় ‘মনিকা, ও মাই ডার্লিং’ নামের একটি ছবি। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও, হুমা কুরেশি এবং রাধিকা আপ্তে। আকাঙ্ক্ষাকে এই ছবিতেও পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায়।

প্রিয় বান্ধবীর সঙ্গেও ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন আাকাঙ্ক্ষা। চলতি বছরের অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জিগরা’। এই ছবির পরিচালকের আসনে ছিলেন ভাসান বালা এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন কর্ণ জোহর। আলিয়া অভিনীত ‘জিগরা’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন আকাঙ্ক্ষা।

কানাঘুষো শোনা যাচ্ছে যে, একটি দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা যাবে আকাঙ্ক্ষাকে। সেই ছবিটির শুটিংও শেষ করে ফেলেছেন তিনি।

এক পুরনো সাক্ষাৎকারে আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্ক নিয়ে রাহুল বলেছিলেন, ‘আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। আমার ব্যক্তিগত জীবন আমি ব্যক্তিগত রাখার চেষ্টাই করি। যদি প্রেম, সম্পর্ক নিয়ে কিছু বলার সিদ্ধান্ত নিই তবে তা নিজে থেকেই জানাব।’

বলিপাড়া সূত্রে খবর, তিন বছর সম্পর্কে থাকার পর ২০২৩ সালে বলি অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টিকে বিয়ে করেন রাহুল। তাদের বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাঙ্ক্ষা। শোনা যায়, আথিয়ার সঙ্গেও ভালো বন্ধুত্ব রয়েছে আকাঙ্ক্ষার।

তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বলি পরিচালক শরণ শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন নায়িকা। ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির পরিচালনা করেছেন শরণ।

সামাজিকমাধ্যমে কম সময়ের মধ্যে নিজস্ব অনুগামী মহল তৈরি করে ফেলেছেন আকাঙ্ক্ষা। ইতোমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তার অনুগামীর সংখ্যা ১০ লাখের গণ্ডি পার করে ফেলেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles