12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

খুব ভয় লাগছে: ঋতুপর্ণা

খুব ভয় লাগছে: ঋতুপর্ণা - the Bengali Times
ঋতুপর্ণা সেনগুপ্ত

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা গুরুতর অসুস্থ। গত ১০ দিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ঋতুপর্ণার মা নন্দিতা সেনগুপ্ত।

মায়ের শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস হয়েছে। একাধিক পরীক্ষার পর জানা যায়, প্লেটলেট রক্তচাপ কমে গেছে। শরীরে আরো নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

- Advertisement -

মাকে হারানোর ভয় খানিকটা চেপে ধরেছে ঋতুপর্ণাকে। তার ভাষায়, ভেন্টিলেশন শব্দটা শুনলেই প্রত্যেকে ভয় পান। আমারও ভয় লাগছে। খুবই মন খারাপ। কিন্তু ইতিবাচক ভাবনাও ধরে রাখার চেষ্টা করছি। আমার মা খুব লড়াকু। তাই আশা এই যুদ্ধেও জয়ী হয়ে ফিরবেন।

এদিকে শাশুড়ির গুরুতর অসুস্থতার খবর পেয়ে কলকাতায় এসেছেন ঋতুপর্ণার স্বামী সঞ্জয় চক্রবর্তী। ঋতুপর্ণার পাশে রয়েছেন তার ভাই ও আত্মীয়-স্বজনেরা।

- Advertisement -

Related Articles

Latest Articles