
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইস্যু করা ভিসার সংখ্যা আরও ১০ শতাংশ কমাবে লিবারেল সরকার। তারা বলছে, ২০২৫ এবং ২০২৬ সালের জন্য তাদের লক্ষ্য হবে ৪ লাখ ৩৭ হাজার শিক্ষার্থী ভিসা ইস্যু করা। ২০২৪ সালে লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮৫ হাজার ভিসা ইস্যু করা।
বিদেশি শ্রমিক ও মাস্টার’স প্রোগ্রামের শিক্ষার্থী উভয়েরই স্বামী-স্ত্রীদের জন্য ওয়ার্ক পারমিটও সীমিত করছে সরকার। এ বছরের গোড়ার দিকে চলতি বছর শিক্ষার্থী ভিসা এক-তৃতীয়াংশের বেশি কমিয়ে এর ওপর সাময়িক সীমা আরোপ করে লিবারেল সরকার।
আন্তর্জাতিক শিক্ষার্থী প্রোগ্রাম নিয়ে ব্যাপক যাচাই-বাছাইয়ের পর এই পরিবর্তনগুলো আনা হয়। বিশেষজ্ঞরা বলেন, শক্তিশালী জনসংখ্যা বৃদ্ধি এরই মধ্যে চাপে থাকা আবাসন বাজারের ওপর আরও চাপ সৃষ্টি করছে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.