5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

কর্মকর্তাদের ভুলে ‘অন্তঃসত্ত্বা’ ৪০ তরুণী, অতঃপর…

কর্মকর্তাদের ভুলে ‘অন্তঃসত্ত্বা’ ৪০ তরুণী, অতঃপর...
অন্তঃসত্ত্বা প্রতীকী ছবি

ভারতের উত্তরপ্রদেশে সরকারি কর্মকর্তাদের ভুলে একই গ্রামের ৪০ জন অবিবাহিতা তরুণী ‘অন্তঃসত্ত্বা’ হয়ে পড়েন। অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে বারাণসীর মহলিয়া গ্রামে। মা হওয়ার আগাম শুভেচ্ছাবার্তাও পাঠানো হয় তাদের। শুধু তা-ই নয়, একজন অন্তঃসত্ত্বা হিসাবে কোন কোন সরকারি সুবিধা পাবেন, সেই বার্তাও মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় রাজ্যের শিশুবিকাশ দফতরের পক্ষ থেকে।

একের পর এক তরুণী ‘মা’ হওয়ার আগাম শুভেচ্ছাবার্তা পাওয়ার পর শুরু গ্রামজুড়ে হুলস্থুল পড়ে যায়। মোবাইলে সরকারি বার্তা পাওয়ার পরই ওই গ্রামের অবিবাহিত তরুণীরা হতবাক হয়ে যান। তাদের যে বার্তা পাঠানো হয়েছে সেখানে লেখা, ‘পোষণ ট্র্যাকারে আপনাদের নাম নথিভুক্ত হয়েছে। অন্তঃসত্ত্বাদের জন্য সব রকম সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। বিস্তারিত জানতে ১৪৪০৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।’ এই বার্তা পাওয়ার পরই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানান তরুণীরা।

- Advertisement -

হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
বারাণসীর মুখ্য উন্নয়ন আধিকারিক হিমাংশু নাগপাল (সিডিও) জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মকর্তাদের ভুলে এই ঘটনা ঘটেছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

পঞ্চায়েত প্রধান অমিত পাটেল জানিয়েছেন, মুখ্য উন্নয়ন কর্মকর্তাকে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভুলেই এই ঘটনা ঘটেছে। তবে এটি ভুলের কারণেই ঘটেছে, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles