11.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

‘ট্রাম্প আমার জন্মদাতা’ পাকিস্তানে এমন দাবি নিয়ে হাজির এক নারী!

‘ট্রাম্প আমার জন্মদাতা’ পাকিস্তানে এমন দাবি নিয়ে হাজির এক নারী!
ছবি সংগৃহীত

রাজনৈতিক জীবনে যৌন কেলেঙ্কারি, নির্বাচন পরবর্তী দাঙ্গা, পুতিনের সঙ্গে সখ্যতা, গোপন নথি হাতানোর মতো নানা অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বহুবার বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট। এবার জানা গেল, পাকিস্তানে নাকি ট্রাম্পের এক কন্যা সন্তানও রয়েছে! যা নিয়ে সামাজিকমাধ্যমে হুলুস্থুল কাণ্ড বেঁধেছে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পাকিস্তানি এক নারী নিজেকে ‘ট্রাম্পের মেয়ে’ বলে দাবি করেছেন।

- Advertisement -

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভিডিওতে, এই নারী আত্মবিশ্বাসের সাথে নিজেকে উর্দুতে পরিচয় দিয়েছেন, একজন মুসলিম এবং পাঞ্জাবি হিসেবে। তারপরে তিনি দাবি করেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার জন্মদাতা পিতা। তিনি আরও বলেন, যে ট্রাম্প একবার তার মাকে দায়িত্বহীন বলে ত্যাগ করেছিলেন এবং সন্তানের সঠিকভাবে যত্ন নেওয়ার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিলেন।

এমন দাবি, অনলাইনে হাস্যরসের জন্ম দিয়েছে। নেটিজেনরা অসম্ভাব্য এই উদ্ভট দাবি নিয়ে মজাও করছে। কিছু দর্শক ভিডিওটিকে ব্যঙ্গাত্মক হিসাবে বিবেচনা করছেন, আবার অনেকে এটিকে প্যারোডি হিসাবে ধরে নিয়েছেন। অনেকে এটিকে কৌতুকপূর্ণ বলে মনে করেছেন, যে ধরনের কনটেন্ট সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘শুধুমাত্র পাকিস্তানেই আপনি এমন কাউকে খুঁজে পাবেন যে ট্রাম্পকে তাদের বাবা বলে দাবি করে এমন আত্মবিশ্বাসের সাথে’!

অন্য একজন মন্তব্যকারী রসিকতা করেছেন, ‘ট্রাম্প এবং তার পাঞ্জাবি কন্যার সাথে থ্যাঙ্কসগিভিং ডিনারের কথা কল্পনা করুন- এটি কী একটি পুনর্মিলন হবে’!

তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘২০১৮ সালে এই ভিডিওটি কীভাবে তখন উপেক্ষা করা হয়েছিল, কিন্তু এখন এটি খাঁটি কমেডি সোনার মতো!’

- Advertisement -

Related Articles

Latest Articles