9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

সাকিবের উইন্ডিজ সিরিজে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

সাকিবের উইন্ডিজ সিরিজে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
সাকিব ও আসিফ

বাংলাদেশ ক্রিকেট দলের গত ভারত সফরের পর জাতীয় দলের জার্সিতে আর নামা হয়নি সাকিব আল হাসানের। যেখানে এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা। এবার বাংলাদেশের মিশন ওয়েস্ট ইন্ডিজ।

তবে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব থাকবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। গত কয়েকদিন ধরেই এ নিয়ে আলোচনা চলছে।

- Advertisement -

এর আগে সাকিব দেশের মাঠে টেস্ট খেলতে চেয়েও পারেননি। নিরাপত্তা শঙ্কায় অপূর্ণ থেকে যায় ঘরের মাঠে তার শেষ টেস্ট খেলার স্বপ্ন। এরপর নিজেকে সরিয়ে নেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

আজ শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে এ নিয়ে কথা বলতে হয়েছে। অবশ্য তিনি নিজেও জানালেন, সাকিব ইস্যুতে বিসিবির সিদ্ধান্তের উপর নির্ভর থাকার কথা।

আসিফ এ সময় বলছিলেন, ‘দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দিব।’

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দলের একটি অংশ এরইমাঝে পৌঁছে গিয়েছে দেশটিতে। সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

- Advertisement -

Related Articles

Latest Articles