
আলোচিত চিত্রনায়িকা পরীমণি নাকি ফের প্রেমে পড়েছেন, গতকাল দিনভর সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিল এই বিষয়টি। ফেসবুকে একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।’
পরীর এমন পোস্টে মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাক্সিক্ষ ও প্রিয়জনরা। বেশির ভাগ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’ কেউ বলেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে। উঠতে বসতে পড়ে।’
একনজরে আজকের দেশ রূপান্তর (১৯ নভেম্বর)একনজরে আজকের দেশ রূপান্তর (১৯ নভেম্বর)
ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ছাপিয়ে বেশিরভাগ অংশেরই প্রশ্ন, পরীমণির নতুন প্রেমিক কে? কারণ তার প্রেমিক নিয়ে এখনো ধোঁয়াশা। নায়িকার কাছের মানুষরাই একেকজন একেক তথ্য দিচ্ছেন। কেউ বলছেন বিনোদন জগতের, কেউ বলছেন ব্যবসায়ী, কারও তথ্যে পরীমণির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত।
সকাল না হতেই মধুপুরে সড়কে ঝরল ৪ প্রাণসকাল না হতেই মধুপুরে সড়কে ঝরল ৪ প্রাণ
গতকাল রাতে সেই ভিডিওটি আবার সামনে আনলেন পরীমণি। বোঝাতে চাইলেন, আদতে ভিডিওটি করা হয়েছিল ভক্তদের চমকে দেওয়ার উদ্দেশ্যে এবং মজার ছলে; তথা, পুরো বিষয়টি ছিল শুধুমাত্র একটি ‘প্রাঙ্ক’। ফেসবুকে পুরো ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিল?’
প্রায় এক বছর ধরে একাকী জীবনযাপন করছেন পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর, মাস ছয়েক আগেও নায়িকা বলেছিলেন, ‘বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি।
আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’