11.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

সাড়ে ৬ বছর পর প্রকাশ্য কর্মসূচিতে যাচ্ছেন খালেদা জিয়া

সাড়ে ৬ বছর পর প্রকাশ্য কর্মসূচিতে যাচ্ছেন খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন। সেখানে বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত শেষে সেদিন রাতেই আবার ঢাকা ফিরে আসেন তিনি।

সেটিই ছিল খালেদার জিয়ার সবশেষ সফর। এর ৬ বছর ৯ মাসেরও বেশি সময় পর আগামীকাল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। এই দীর্ঘ সময় পর এটিই তার প্রকাশ্য কোনও কর্মসূচিতে অংশগ্রহণ।

- Advertisement -

বুধবার বিএনপি চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী এ বি এম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া। বিকেল সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাস থেকে বের হবেন তিনি।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি ঘিরে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা।

স্বাস্থ্যের সিনিয়র সচিব আকমলকে সরিয়ে দিল সরকারস্বাস্থ্যের সিনিয়র সচিব আকমলকে সরিয়ে দিল সরকার
মঙ্গলবার (১৯ নভেস্বর) রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান এ আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles