0.3 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

আকাশ ছোঁয়া সম্পত্তি এ আর রহমানের, ডিভোর্সের পর স্ত্রী পাবেন কত?

আকাশ ছোঁয়া সম্পত্তি এ আর রহমানের, ডিভোর্সের পর স্ত্রী পাবেন কত?
স্ত্রী সায়রা বানুর সঙ্গে অস্কারজয়ী সংগীত শিল্পী সুরকার এ আর রহমান ছবি সংগৃহীত

২৯ বছরের সংসারে ইতি টেনেছেন অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান। তার বিচ্ছেদের খবর প্রকাশের পরই এ গায়ক কত টাকার মালিক তা জানার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন ভক্তরা। কেননা বলিউড ইন্ডাস্ট্রিতে শুধু বিয়ে নয়, বিচ্ছেদেও খরচ হয় কোটি কোটি টাকার।

সংগীত জীবনের সাফল্য এ আর রহমানকে সারা বিশ্বে শুধু জনপ্রিয় করেনি, বানিয়েছেন ভারতের সেরা ধনী গায়কেরও একজন। বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংগীতশিল্পীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর তিনি কত টাকার মালিক এমন প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়াতেও।

- Advertisement -

এ কারণে ভারতীয় সংবাদমাধ্যম ‘ডিএনএ’ গায়কের সম্পত্তির বিবরণের একটি প্রতিবেদন তৈরি করে। বুধবার (২০ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ক্যারিয়ারে সাফল্য অর্জনের সাথে সাথে এ আর রহমান গড়েছেন আকাশ ছোঁয়া অর্থও।

‘ডিএনএ’ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এ আর রহমানের মূল সম্পত্তি প্রায় ১৭২৮-২০০০ কোটি রুপি। বিশাল পরিমাণ এ অর্থ আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে এ আর রহমানের বিজ্ঞাপন, কনসার্ট ও সিনেমায় গান করাকে।

বর্তমানে একটি গান গাইতে এ আর রহমান ৩ কোটি এবং সিনেমার গান কম্পোজ করতে ১০ কোটি টাকা নেন। বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েও প্রচুর অর্থ আয় করছেন তিনি।

যেহেতু বলিউডের বিয়ে আর বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার হিসাব। তাই এ আর রহমান ভক্তরা প্রিয় গায়কের বিচ্ছেদের হিসাব কষতে বসেছেন। বিচ্ছেদের পর এ আর রহমান থেকে তার স্ত্রী সায়রা বানু কত টাকা পাবেন, তা নিয়েও মিডিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন।

এদিকে সায়রা বানু ও এ আর রহমানের বিচ্ছেদের বিভিন্ন তথ্য প্রকাশ পেলেও এখন পর্যন্ত জানা যায়নি, ঠিক কত টাকায় তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে মিমাংসিত হয়েছে। তবে সে অর্থ যে কোটি কোটি টাকার বিশাল অংকেরই হবে তা এখনই আন্দাজ করে ফেলেছেন ভক্ত ও নেটিজেনরা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ নভেম্বর) হঠাৎই এ আর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিচ্ছেদের খবরটি। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে তারা জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles