
ব্যাটে রান থাকুক আর নাই থাকুক- ভক্তদের কাছে বিরাট কোহলির আবেদনে কোনো ঘাটতি তৈরি হয় না। তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। গতকাল পার্থে শুরু হওয়া বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসেও তার ব্যাট হাসেনি। আউট হয়েছেন মাত্র ৫ রানে। তারপরও আলোচনায় চলে এসেছে কোহলির একটি ব্যাট।
পার্থে যখন ভারত-অস্ট্রেলিয়ার লড়াই চলছে, তখন বিষয়। সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে কোহলির অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট বিক্রির জন্য রাখা হয়েছে। সেই ব্যাট কিনতে হলে খরচ করতে হবে ২ হাজার ৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩০ হাজার টাকা। কিন্তু কেন এই ব্যাট বিক্রয় করা হচ্ছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
উল্লেখ্য, সর্বশেষ ১০ ইনিংসে পেয়েছেন মাত্র একটি ফিফটি করা কোহলির ব্যাটের স্পনসর মাদ্রাজ রাবার ফ্যাক্টরি (এমআরএফ)। ২০১৩ সালের অক্টোবর থেকে কোহলির ব্যাটে স্পনসর করে যাচ্ছে ভারতের টায়ার নির্মাণকারী এই প্রতিষ্ঠান। ২০১৭ সালে চুক্তি নবায়ন করা হয় ২০২৫ সাল পর্যন্ত। এই সময়ে কোহলি পাবেন ১০০ কোটি রুপি!