-1.5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

ক্ষমতায় যাওয়ার এত তাড়া কেন: বিএনপিকে কর্নেল অলি

ক্ষমতায় যাওয়ার এত তাড়া কেন: বিএনপিকে কর্নেল অলি
কর্নেল অলি

বিএনপির উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ক্ষমতা যাওয়ার এত তাড়া কেন? ১৫ বছর যখন অপেক্ষা করতে পারছি; তাহলে আর দু-এক বছর অপেক্ষা করতে অসুবিধা কোথায়?

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে আগমন উপলক্ষে মক্কা মহানগর এলডিপির উদ্যোগে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি ব্যক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাসহ দায়ীদের বিচার শেষ করেই নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। নির্বাচন ব্যবস্থা, প্রশাসনে যৌক্তিক সংস্কার অবশ্যই অন্তর্বর্তী সরকারকে করতে হবে। এজন্য অবশ্যই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে সময় দিতে প্রস্তুত।

তিনি বলেন, বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে, তা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না।

নেত্রকোণায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলনেত্রকোণায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
সংগঠনের সভাপতি হাজি মুহাম্মদ আবু ছালেকের সভাপতিত্বে ও আবুল ফজল নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এলডিপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন মঞ্জুসহ এলডিপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী।

 

- Advertisement -

Related Articles

Latest Articles