7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন ‘পুষ্পা’ অভিনেতার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন ‘পুষ্পা’ অভিনেতার
পুষ্পা সিনেমায় অভিনয় করেছেন শ্রীতেজ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে কয়েক বছর ধরে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে ‘পুষ্পা’খ্যাত তেলুগু অভিনেতা শ্রীতেজের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিয়ের করার কথা বলে আর্থিক সুবিধাও নিয়েছেন তিনি। অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে হায়দরাবাদের কুকাতপল্লি থানায় অভিযোগ করেছেন ওই নারী।

ভুক্তভোগী নারীর জানান, গত এপ্রিল মাসেও শ্রীতেজের বিরুদ্ধে পারিবারিকভাবে অভিযোগ করেছিলেন তিনি।

- Advertisement -

অভিনেতার পরিবার কথা দিয়েছিল, তারা বিষয়টি সমাধান করে দেবেন। কিন্তু সেটা তারা করেন নি। উপায় না পেয়ে তিনি থানায় যান।
অভিযোগপত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই নারীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন শ্রীতেজ।

এছাড়া বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ২০ লক্ষ টাকাও নিয়েছিলেন। সে টাকাও ফেরত দেয়নি। উল্টো এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক জাড়িয়ে গেছেন শ্রীতেজ।

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা শ্রীতেজ।

এবার ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতেও আসতে চলেছেন এই দক্ষিণি অভিনেতা। ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২ দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles