
মুখ থেকে প্রেমকে কেন্দ্র করে নানা শব্দ বেরোতে থাকে। এই তালিকায় ‘ডেমিসেক্সুয়াল’ শব্দটা বেশ পুরোনো। প্রেম ও যৌনতা নিয়ে এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং কাছের মানুষটিকে খুঁটিয়ে না জানা পর্যন্ত তারা সহজে কারও সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে না। তাদের কাছে শুধু শরীরের কোনো অস্তিত্ব নেই, যতক্ষণ না মন তার অঙ্গাঙ্গী শরিক হচ্ছে। এ ধরনের মানুষ হুট করেই অন্য কারও প্রতি যৌন আকর্ষণ অনুভব করে না। ডেটে গেলে এসব ‘ডেমিসেক্সুয়াল’ মানুষের মন জয় করবেন যেভাবে:
আত্মিক সম্পর্ক তৈরি করুন
ডেমিসেক্সুয়াল মানুষজন সব সময় লং-টার্ম সম্পর্কের খোঁজে থাকেন। এরা সব সময় সামনের মানুষ সম্পর্কে জানতে, তার সঙ্গে কথা বলতে, সময় কাটাতে পছন্দ করে। পার্টনারের চিন্তাভাবনা, জীবন সম্পর্কে মূল্যবোধ ও ফিলিংস সম্পর্কে জানতে চায়। এর মধ্যে দিয়ে ইমোশনাল ইন্টিমেসি তৈরি হয়। আর সেটাই হয় সম্পর্কের ভিত।
চরিত্র ঠিক রাখুন
আপনি যেমন তেমনই থাকুন। কোনো ডেমিসেক্সুয়াল মানুষের মন জয় করার জন্য নিজেকে পাল্টে ফেলবেন না। এতে মানুষটা আরও ক্ষিপ্ত হবে। ডেমিসেক্সুয়াল মানুষেরা সম্পর্কে সততা পছন্দ করেন। তবেই পার্টনারের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারেন তারা।
ধৈর্য ধরুন
কোনো ডেমিসেক্সুয়াল মানুষকে ডেট করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না। প্রথমে মানসিক যোগসূত্র বা ইমোশনাল ইন্টিমেসি তৈরি করুন। সম্পর্কের ভিত মজবুত করুন। তার পর ফিজ়িক্যাল ইন্টিমেসি বা শারীরিক সম্পর্ক তৈরি করার কথা ভাববেন।
সৃজনশীল কাজ করুন
ডেমিসেক্সুয়াল মানুষেরা বই, আর্টিকেল, আর্ট, সিনেমা, সিরিজ় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করে। কোনও কালচারাল ইভেন্টে যেতে ভালোবাসে। ডেটে যেতে পছন্দ করে কোনো মিউজ়িয়ামে। সুতরাং, পার্টনার যদি ডেমিসেক্সুয়াল হয়, তা হলে তাকে ইমপ্রেস করার জন্য আপনাকেও এই কাজগুলো করতে হবে।