12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

‘ঐশ্বরিয়াকে স্পর্শ করলে কেন’ পরিচালককে সালমান খান

‘ঐশ্বরিয়াকে স্পর্শ করলে কেন’ পরিচালককে সালমান খান - the Bengali Times

ছবি সংগৃহীত

ঐশ্বরিয়া রাই ও সালমান খান— বহু বছর হলো তাদের পথ আলাদা হয়ে গেছে। কিন্তু এখনো তাদের ‘অসমাপ্ত প্রেম’ ভক্তদের মনে কৌতূহলের জন্ম দেয়। সঞ্জয় লীলা বানসালীর ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় কাজ করার সময়ই একে-অপরকে মন দিয়েছিলেন দুজন।

এই সিনেমার শুটিংয়ের সময় একটি ঘটনা ঘিরে সালমান খানের সাথে পরিচালকের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সম্প্রতি অভিনেত্রী স্মিতা জয়কার একটি অনুষ্ঠানে সেই আড়ালের গল্প জানিয়েছেন। সিনেমায় ঐশ্বরিয়ার মায়ের চরিত্রে ছিলেন তিনি।

- Advertisement -

‘আঁখো কি গুসতাকিয়া’ গানের শুটিং চলাকালে একটি দৃশ্য বোঝানোর সময় ঐশ্বরিয়ার হাতে স্পর্শ করেন পরিচালক। এতে সালমান খান বিরক্তি প্রকাশ করেন। সরাসরি বলেন, ‘তুমি কেন তাকে স্পর্শ করলেন? এই কাজ করার কোনো প্রয়োজন ছিল না।’

সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ২০০১ সালে ভেঙে যায়। ঐশ্বরিয়া পরবর্তীতে এক সাক্ষাৎকারে জানান, সালমানের আচরণ, শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সম্পর্ক থেকে সরে এসেছিলেন।

নায়ককে চুমু খেয়ে অসুস্থ হয়ে পড়েন বিপাশা!নায়ককে চুমু খেয়ে অসুস্থ হয়ে পড়েন বিপাশা!

সালমান-ঐশ্বরিয়ার প্রেমের কারণে ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমাটি ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়। পরে তাদের পথ আলাদা হয়ে গেলে বিপদে পড়েন বানসালি। কারণ এই জুটি নিয়ে আরও কিছু সিনেমার পরিকল্পনা ছিল এই নির্মাতার। সেইসব প্রজেক্ট রাতারাতি ভেস্তে যায়।

 

- Advertisement -

Related Articles

Latest Articles