5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

দুই মিনিটে দুই গোল; পুরনো বন্ধুকে বুকে টেনে নিলেন রোনালদো

দুই মিনিটে দুই গোল; পুরনো বন্ধুকে বুকে টেনে নিলেন রোনালদো
সৌদি প্রো লিগের ম্যাচের আগে দেখা হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদো আর করিম বেনজেমার

একটা সময় তারা রিয়াল মাদ্রিদের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইউরোপিয়ান লিগ মাতিয়েছেন। কালের পরিক্রমায় এখন তাদের ক্যারিয়ারের শেষ সময়। খেলতে হয় অনেক নিচু সারির লিগে। কিন্তু কমেনি তাদের বন্ধুত্ব। সৌদি প্রো লিগে আল ইতিহাদ বনাম আল নাসরের ম্যাচ শুরুর আগেই তাই ক্রিশ্চিয়ানো রোনালদো আর করিম বেনজেমাকে দেখা গেল স্মৃতি রোমান্থনে।

শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে গেছে নাসর। ম্যাচে বেনজেমা এবং রোনালদো নিজ নিজ দলের হয়ে গোল করেছেন। ৫৫তম মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যায় ইত্তিহাদ। ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি নাসর। ৫৭ মিনিটে স্কোরলাইন ১-১ করেন রোনালদো। কিন্তু যোগ করা সময়ে বার্গওয়্যানের গোলে ম্যাচ জিতে নেয় বেনজেমার দল। বছরের শেষ ম্যচে পরাজয়ের স্বাদ পান রোনালদো।

- Advertisement -

আল ইতিহাদের ফরাসি তারকা বেনজেমাকে দেখেই কাছে টেনে বুকে জড়িয়ে ধরেন সিআর সেভেন।

জেদ্দার কিং আবদুল্লাহ সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই দেখা হয় পুরনো দুই সতীর্থের। আল ইতিহাদের ফরাসি তারকা বেনজেমাকে দেখেই কাছে টেনে বুকে জড়িয়ে ধরেন সিআর সেভেন। হাসিমুখে তারা দুজনেই কিছুক্ষণ কথা বলেন। এরপর তারা শিশুদের সঙ্গে কিছু সময় কাটান। বাইরে যতই বন্ধুত্ব থাক, মাঠের লড়াইয়ে কিন্তু দুজনেই নিজ নিজ দলের হয়ে সর্বোচ্চটা উজার করে দিয়েছেন। তবে এই দফায় জয় হয়েছে বেনজেমারই।

- Advertisement -

Related Articles

Latest Articles