14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

মোদিকে বোমা মেরে হত্যার হুমকি

মোদিকে বোমা মেরে হত্যার হুমকি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ ধরনের একটি বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশকিছু সংবাদমাধ্যম।

হুমকির বার্তাটি রাজস্থানের আজমির এলাকা থেকে এসেছে বলে চিহ্নিত করেছে পুলিশ। সেই সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযুক্তকে ধরার জন্য রওনা হয়েছে।

- Advertisement -

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বার্তায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নাম উল্লেখ করা হয়েছে এবং মোদিকে বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাতাল অবস্থায় এমন বার্তা পাঠানো হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে মুম্বাই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে একাধিক ভুয়া হুমকি বার্তা এসেছে, যার মধ্যে সম্প্রতি সালমান খানকে হত্যার হুমকিও অন্তর্ভুক্ত ছিল।

এ ঘটনায় মুম্বাই থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে বহু বার বহু জনকে হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে।

কয়েকদিন আগেই বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়ে একই হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles