
নতুন চিকিৎসকরা কুইবেকের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যাতে প্রথম কয়েক বছর কাজ করেন সে ব্যাপারে তাদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণের পরিকল্পনা করছে কুইবেক সরকার। বেসরকারি খাত ও অন্যান্য প্রদেশের কাছে চিকিৎসকদের না হারানোর উপায় হিসেবেই এই পরিকল্পনা করছে তারা।
স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিয়ান দুবে বলেন, আইনসভার অধিবেশন শেষে তিনি একটি বিল আনবেন, যার ওপর পরবর্তী বসন্তে বিতর্ক অনুষ্ঠিত হবে। বিলে পারিবারিক চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কুইবেকের জনস্বাস্থ্য নেটওয়ার্কে কাজ করার বাধ্যবাধকতা থাকবে।
এক বিবৃতিতে তিনি বলেন, কুইবেকের বহু মানুষ এখনো চিকিৎসার জন্য অপেক্ষা করে আছেন। বহু চিকিৎসক তাদের ক্যারিয়ারের শুরুতেই কুইবেক জনস্বাস্থ্য নেটওয়ার্ক ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। জনগণ যে অর্থ পরিশোধ করছে তার বিনিময়ে তারা যাতে স্বাস্থ্যসেবা পায় সেটা নিশ্চিতের পদক্ষেপ নেব আমরা।
যেসব চিকিৎসক কুইবেক ছাড়তে চান বা বেসরকারি খাতে কাজ করতে চান তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে। যদিও পরিণতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেননি তিনি। এ ছাড়া নতুন চিকিৎসকদের ঠিক কত সময় পর্যন্ত কুইবেকের জনস্বাস্থ্য নেটওয়ার্কে প্র্যাক্টিস করতে হবে সেটাও স্পষ্ট নয় এখনো।
কুইবেক সরকারের হিসাব অনুযায়ী, একজন চিকিৎসকের প্রশিক্ষণে খরচ হয়ে থাকে ৪ লাখ ৩৫ হাজার থেকে ৭ লাখ ৯০ হাজার ডলারের মধ্যে। এর মধ্যে আবাসন বাবদ ব্যয়ও রয়েছে। কুইবেকের ২২ হাজার ৪৭৯ জন চিকিৎসকের মধ্যে ৭৭৫ জন কেবলমাত্র বেসরকারি খাতে প্র্যাক্টিস করছেন, ২০২০ সালের তুলনায় যা ৭০ শতাংশ বেশি। প্রদেশের তথ্য অনুযায়ী, এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে নতুন চিকিৎসকদের মধ্যে।
২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত যে ২ হাজার ৫৩৬ জন চিকিৎসক তাদের শিক্ষা শেষ করেছেণ তাদের মধ্যে ৪০০ জন কুইবেক ছেড়ে অন্য প্রদেশে চলে গেছেন। অধিকন্তু কুইবেকে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩৫৫ জন অন্টারিওতে প্র্যাক্টিস করছেন। এর মধ্যে এক হাজার ৬৭৫ জন ম্যাকগিল ইউনিভার্সিটিতে যোগ দিয়েছেন।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.