-2.6 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

শেষ বয়সের জীবন কেমন হবে!

শেষ বয়সের জীবন কেমন হবে!
শেষ বয়সের জীবন কেমন হবে

প্রথমেই বলে নিচ্ছি আমার চিন্তা বা মতামতের সঙ্গে আপনারটা একদম না মিলতেও পারে। তবে বাস্তবতার নিরিখেই আমার এই অনূভুতি সঞ্চার হয়েছে যেটা কাকতলীয়ভাবে অনেকের সঙ্গে মিলে যেতে পারে।

কানাডা ও দেশ দুইটার দুই রকমের পরিবেশ ও বাস্তবতা। তবে একটা জায়গায় মিল আছে। সেটা হলো দিন শেষে আপনার পাশে কেউ দাঁড়াবে না। কেউই না।

- Advertisement -

দেশে থাকতে কী হয়? চাকরিজীবী হন আর না হন মোটামুটি সন্তানের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। তাদের সঙ্গে বসবাস করতে হয় বেশিরভাগ বাবা-মার বৃদ্ধ বয়সে। যদিও সব সন্তান যে বৃদ্ধ বাবা-মাকে আগলে রেখে সেবা-যত্ন করবে তা নয়। কাউকে কাউকে যেতে হয় বৃদ্ধাশ্রমে। যদিও সবাই এটা মানসিকভাবে মেনে নিতে পারেন না।

এখন আসি কানাডার জীবনযাপন কেমন হতে পারে সেটার আলোচনায়।

কানাডায় কম-বেশি প্রত্যেকেই কাজ করে থাকেন। যারা বাইরে কাজ করছেন না তারা কিন্তু বাড়িতেই কিছু করছেন। মোটামুটি সবাইকেই একটা ইনকামের চিন্তা করতে হয়।

যারা চাকরি করছেন তারা এক সময় retired হয়ে যাবেন বা গেছেন। ছেলেমেয়ে বড়ো হয়ে গেলে তারা সবাই নিজেদের মতো বাড়ি বা কন্ডো কিনে বা ভাড়া করে চলে যায়। হাই স্কুল পর্যন্ত থাকে ধরে নেন। ইউনিভার্সিটিতে গেলে অনেকেই  তো তখন সেখানেই থাকে। তারপর বাড়ি কেনে।

আপনি থাকবেন একা। কেউ আপনার সঙ্গে থাকবে না। অধিকাংশই ছেলেমেয়েরা বাবা-মাকে কোনো আর্থিক সহায়তা করে না বা করবে না। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে।

আপনি চলবেন কীভাবে?

RRSP stands for Registered Retirement Savings Plan:

এটা অনেকেই করেন। আমাদের দুইজনেরই নামে আছে। আপনার ইনকামের একটা নির্ধারিত অংশ RRSP তে জমা রাখতে পারবেন। যখন retirement এ যাবেন তখন নিতে পারবেন। বাড়ি কেনার সময় ঐ টাকা তোলা যায় কিন্তু আবার জমা দিতে হয়। এটা ভালো একটা শেষ বয়সের সম্বল।

Life insurance: কানাডায় অনেক স্বামী-স্ত্রী দুইজনের নামে আলাদা আলাদা Life insurance করেন। এর পলিসিতে অনেক সুবিধা থাকে। শেষ বয়সে বা কোনো বিপদ হলে এটা ভালো কাজে লাগে। আমাদের দুইজনেরই লাইফ ইন্সুরেন্স আছে।

CPP : The Canada Pension Plan (CPP) is a federal program

retirement এর পর সরকার থেকে cpp বাবদ একটা বেনিফিট পাওয়া যায়। এই জন্য চাকরি বেতন থেকে প্রতি পে স্টাব থেকে cpp বাবদ কিছু কেটে রাখা হয়।

৬৫ তম জন্মদিনের পর ফুল cpp বেনিফিট পাওয়া যায়। এই বেনিফিটস পাওয়ার জন্য অবশ্যই কানাডায় চাকরি করতে হবে।

এখন প্রশ্ন যারা চাকরি করেন না বা করেন নি ধরেন অনেকেই ক্যাশে কাজ করেন তাদের কী হবে তাই তো?

OAS বা Old Age Security Pension আছে। যারা কানাডায় বাস করেন কমপক্ষে ১০ বছর হয়েছে তারা ৬৫ বছরের পর এই বেনিফিট পাবেন সরকারের কাছ থেকে। কাজ না করলেও পাওয়া যাবে। আনুমানিক $625 cad এর মতো পাওয়া যায়। তবে কম-বেশি ঘটে বয়স ও ইনকাম স্ট্যাটাসের ওপর।

এসব তো গেল ইনকাম সোর্স বা জীবনধারণের আর্থিক উপায়।

কিন্তু  কোথায় থাকতে হবে?

বলবেন তো বাড়ি কিনেছিলেন পেইড অফও হয়েছে সেখানে থাকবেন।

হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এসময় চলাচলের সক্ষমতা থাকে না। টেককেয়ারের দরকার হয়। কোনো সন্তান কাছে থাকবে না একরকম গ্যারান্টি দিয়ে বলা যায়। তবে অল্প সংখ্যক কানাডিয়ানদের দেখেছি বাবা-মায়ের সঙ্গে থাকতে।

তাহলে কী হবে উপায়?

হয় নিজেদের অর্থ দিয়ে PSW personal support worker রাখতে হবে। না হলে retirement home এ যেতে হবে। treatment home এ অনেক খরচ হয়।

সন্তানরা মন চাইলে বাড়িতে বা retirement home দেখতে যেতে পারে। কিন্তু কেউই এগিয়ে আসবে সেইভাবে সঙ্গ দিতে। তারাও যায় চাকরিতে। তারপরেও আন্তরিক যে ভালোবাসা সেটাও দেখা যাবে না। নিজের সন্তান ঘৃণার চোখে দেখবে। অপমানকর কথা বলবে।

অথচ যখন ম*রে যাওয়া হবে পরের দিনই তাদের দেখা যাবে বাবা-মায়ের সম্পত্তি ভাগ করে নিতে আসতে। বাবা-মা ম*রার আগে উইল করে যান। ম*রার আগ পর্যন্ত কেউই নিতে আসতে পারবে না বা সরিয়ে দিতে পারবে না।

এই হলো বাস্তবতা। আমি এসব বাস্তবতা মোকাবেলায় করতে রেডি হচ্ছি। আমাদের দুইজনের মধ্যে একজনকে তো অবশ্যই আগে যেতে হবে। আমি বেঁচে থাকলে আমার husbandএর সব ধরণের টেককেয়ার আমিই করব ইনশাআল্লাহ। বাড়িতে থাকব। Retirement home এ যাওয়ার ইচ্ছে নেই।

সবকিছুর জন্য আল্লাহ ভরসা। তিনিই জানেন কী হবে।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles