7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

প্রতিটি ছবির জন্য ৩ লাখ করে পেতাম, পর্নোগ্রাফি প্রসঙ্গে গহনা

প্রতিটি ছবির জন্য ৩ লাখ করে পেতাম, পর্নোগ্রাফি প্রসঙ্গে গহনা
বলিউড অভিনেত্রী গহনা বশিষ্ঠ

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কেসের চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এলো। ইডির জেরায় একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী গহনা বশিষ্ঠ। জানালেন রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি হালচাল। একই সঙ্গে বললেন রাজ কুন্দ্রার সঙ্গে তার কখনো দেখা হয়নি।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে ২০২১ সালে গ্রেফতার করা হয় পর্নোগ্রাফি আইনে। যদিও পরে জামিনে ছাড়া পান তিনি। এখনো এই কেসের তদন্ত চালাচ্ছে ইডি। আর গভীরভাবে তদন্ত করছেন তারা। আর সেই কেসের জন্য গহনা বশিষ্ঠকে এদিন ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখানেই একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

- Advertisement -

রাজ কুন্দ্রা কি আদৌ জড়িত ছিল এই কেসে? এ বিষয়ে প্রশ্ন করা হলেন গহনা বশিষ্ঠ বলেন, রাজ কুন্দ্রার সঙ্গে তার কখনই দেখা হয়নি। তবে প্রতিটি কাজের জন্য তিনি তিন লাখ টাকা করে পেতেন। উমেশ কামাথের মাধ্যমে তার সঙ্গে সব যোগাযোগ করা হতো বলেই জানান তিনি।

গহনা এদিন জেরায় আরও জানান, তার সঙ্গে সেখানকার লোকজনের যেখানে দেখা হতো, সেসব জায়গায় গিয়ে তিনি ভিয়ান ইন্ডাস্ট্রিজ লেখা দেখতেন। তবে বাস্তবে ব্যক্তিগতভাবে রাজ কুন্দ্রার সঙ্গে গহনার দেখা না হলেও সেই অফিসগুলো যেখানে তিনি মিটিংয়ের জন্য যেতেন, সেখানে রাজ কুন্দ্রা এবং তার পরিবারের ছবি দেখেছেন বলেই জানান। আর সেসব দেখেই গহনার মনে হয়েছিল হটশট অ্যাপটি রাজ কুন্দ্রার। অর্থাৎ তিনি সেটার মালিক।

এ বিষয়ে গহনা বলেন, অফিসেও রাজ কুন্দ্রার ছবি ছিল। আমার মনে হয়েছিল— রাজ কুন্দ্রা মালিক না হলে কেন তার ছবি দেয়ালে টাঙানো থাকবে।

- Advertisement -

Related Articles

Latest Articles