9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বিচ্ছেদের ৪৯ বছর পর ফের সাবেক স্ত্রীকে বিয়ে

বিচ্ছেদের ৪৯ বছর পর ফের সাবেক স্ত্রীকে বিয়ে
রবার্ট ওয়েনরিচ ও ফে গেবল

প্রেম করে বিয়ে। ২৪ বছর সংসারও করেছেন একসঙ্গে। তার পর আলাদা হয়ে যান তারা। আলাদা আলাদা জীবনসঙ্গীও বেছে নেন তারা। কিন্তু ভালোবাসার টানে বিচ্ছেদের ৪৯ বছর পর ফের বিয়ে করলেন ৯৪ বছরের পাত্র এবং ৮৯ বছরের পাত্রী।

৮ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সারলেন তারা। ঘটনাটি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ডেনভারে ঘটেছে। পাত্রের নাম রবার্ট ওয়েনরিচ এবং পাত্রীর নাম ফে গেবল।

- Advertisement -

ল্যাঙ্কাস্টার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্টের কনিষ্ঠ মেয়ে ক্যারল স্মিথ জানান, কিশোর বয়সে আলাপ হয়েছিল তার বাবা-মায়ের। জীবনে প্রায় সব কিছুই একসঙ্গে করেছেন রবার্ট এবং ফে। ১৯৫০ সালের গোড়ার দিকে আলাপ হয় ফে এবং রবার্টের। ফে’র দাদার প্রিয় বন্ধু ছিলেন রবার্ট। বন্ধুর বোনের প্রেমে পড়ে যান তরুণ রবার্ট। ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় তাদের। বিয়ের পর চার সন্তানের জন্ম দেন ফে।

২৪ বছরের সংসারের পর ব্যক্তিগত কারণে ১৯৭৫ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন ফে এবং রবার্ট। বিচ্ছেদের পর তারা আবার নতুন জীবনসঙ্গী খুঁজে পান। তাদের বিয়েও করেন। কিন্তু দু’জনের সঙ্গীই মারা যান।

বিচ্ছেদের পর অবশ্য ফে এবং রবার্টের যোগাযোগে তালা পড়েনি। পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গেই যেতেন দুজনে। তবে ভালোবাসার টানই আবার কাছে আনে দুজনকে। বিয়ে সেরে ফেলেন তারা।

এই প্রসঙ্গে রবার্ট জানান, ফে তার জীবনের প্রথম ভালবাসা। তিনি যে আবার কোনও দিন ফেকে জীবনসঙ্গী হিসেবে ফিরে পাবেন তা কল্পনা করতে পারেননি। মনের মানুষের সঙ্গে বাকি জীবনটা সুখে-শান্তিতে কাটাতে চান।

- Advertisement -

Related Articles

Latest Articles