
একটি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় নারীসহ আওয়ামী লীগ নেতা আজমল হোসেন সেলিমকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সিলেটের বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আজমল হোসেন সেলিম সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্র মতে, আজমল হোসেন সেলিম ওই নারীকে নিয়ে হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। মঙ্গলবার বিকেলে হোটেলে অভিযান পরিচালনাকালে পুলিশ ওই নারীসহ তাকে আটক করে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আমরা আজমল হোসেন সেলিম নামের এক ব্যক্তিকে নারীসহ নগরের বন্দর বাজারের হোটেল থেকে আটক করে থানায় আনা হয়েছে । তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে উঠেছিলেন। ওই নারীর সঙ্গে তিনি অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। করে।