6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান
কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবি সংগৃহীত

বিএনপির প্রতি দেশের অধিকাংশ মানুষের সমর্থন অনেক রাজনৈতিক দলের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাদের ষড়যন্ত্র থামেনি। বিএনপির জনসমর্থন দেখেও অনেকের হিংসা হচ্ছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। অতীতেও এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। কাজেই বিএনপির সব নেতাকর্মীকে সব ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর টেকনগপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন হল মিলনায়তনে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ।

তারেক রহমান বলেছেন, একটি দল পালিয়ে গেছে বলে নির্বাচন সহজ হবে এমনটা মনে করলে ঠিক হবে না। আগামী নির্বাচন হবে অতীতের যে কোন নির্বাচনের চেয়ে অনেক অনেক কঠিন। তাই দলের নেতাকর্মীদের সেভাবে তৈরি করতে হবে। স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তাদের পেট, লেজ ও প্রেতাত্মারা রয়ে গেছে। তারা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই সবক্ষেত্রে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তাই জনগণের সঙ্গে থাকুন। জনগণকে সাথে রাখুন।

১৫ বছর নেতা-কর্মীদের অনেক মিথ্যা মামলা, অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অনেকে হ্যান্ডকাফ হাতে নিয়ে স্বজনদের জানাজা পড়েছেন, জেলখানা ও হাসপাতালে মারা গেছেন। তারপরও আপনরা ঐক্যবদ্ধ ছিলেন। প্রত্যেককে খেয়াল রাখতে হবে নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলকে ব্যবহার ও দলের ক্ষতি না করতে পারে। জনগণের আস্থা রাখতে হলে কাজ করতে হবে। ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে।

ক্ষমতায় যেতে প্রয়োজন জনসমর্থন আর তাই অন্যায় ও খারাপ কাজের বিরুদ্ধে নেতা-কর্মীদের শক্ত অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। তারেক রহমান বলেন, ৩১ তফা নিয়ে প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে। ঐক্য ধরে রাখতে হবে। জনগণের সাঙ্গে থাকুন। জনগণকে সাথে রাখুন। ৩১ দফার মাধ্যমে দেশ ও দেশের মানুষকে নিয়ে কাজ করা হচ্ছে। রাষ্ট্র সংস্কার কীভাবে হওয়া উচিত তার প্রতিফলন ৩১ দফা। বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছে।

সবাই বলছে, দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে বলে জানান দলটির চেয়ারম্যান। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে পেশাভিত্তিক লোকজন দেশের বর্তমান অবস্থা জানাতে চাচ্ছে। একটি রাজনৈতিক দল বা কর্মীর বড় সফলতা মানুষের আস্থা অর্জন। মানুষ বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে। কারণ বিএনপি মানুষে আস্থা অর্জন করতে পেরেছে। আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয়। দায়িত্ব আপনার আমার। আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে। আপনি ভালো হলে মানুষ বিএনপিকে ভালো বলবে। খারাপ হলে দলকে খারাপ বলবে।

নিশিরাতের ভোটে নয়, জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, অনিয়মের মাধ্যমে নয়, আমরা চাই মানুষ নির্ভয়ে ভোট দেবে। ভোটের অধিকার রক্ষা করা, মুক্তভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। জনগণের আস্থা রাখতে হলে কাজ করতে হবে। ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles