
২০০৮ সালের নির্বাচনে ব্লক নেতা গিলস দুসেপ্পে লিবারেল ও এনডিপি নেতৃত্বাধীন জোট সরকারের অংশ হয়েছিলেন। স্টিফেন হারপারের নেতৃত্বাধীন কনজার্ভেটিভ পার্টির সরকার গঠন রুখতেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এদিকে, ২০ সেপ্টেম্বরের নির্বাচনের পর ফেডারেল জোট সরকারে অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ব্লক কুইবেকোয়িসের নেতা ইভস-ফ্রাসোয়াঁ ব্লাঁশে। তিনি বলেন, হাউজ অব কমন্সে যেকোনো সময়ের জন্য সংখ্যালঘু লিবারেল বা কনজার্ভেটিভ সরকারকে সমর্থন দেওয়ার পথে হাটবেন না তিনি। বরং তিনি সেই সরকারকেই সমর্থন দেবেন যারা চার বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে।
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হলেও জোট সরকারে গেলে তার দল বাঁধা পড়ে যাবে মন্তব্য করে ব্লাঁশে বলেন, আমি বরং কুইবেকের স্বার্থে সংখ্যাগরিষ্ঠ সরকারের কাছে নীতি প্রস্তাব করবো।