-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ফোন কি শতভাগ চার্জ দেয়া ঠিক, ব্যাটারি ভালো রাখবেন যেভাবে

ফোন কি শতভাগ চার্জ দেয়া ঠিক, ব্যাটারি ভালো রাখবেন যেভাবে

বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া প্রায় অচল আমরা। অফিস সংক্রান্ত কাজ, ব্যবসা কিংবা ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনই মোবাইল ফোনে নানা কাজ সম্পন্ন করতে হয়। বলা যায় মাথার পরই হাতে থাকা ফোনেরে ওপর দিয়ে অনেক চাপ বয়ে যায়। পরিবারের ছোট ছোট কাজ যেমন সকালে ঘুম ভাঙার জন্য অ্যালার্ম, ফিটনেস ট্র্যাকিং, বিশেষ কিছু নোট আকারে জানিয়ে দেয়া – সব ক্ষেত্রেই এখন মোবাইল ফোন।

- Advertisement -

জীবনের সব ক্ষেত্রে যেহেতু হাতের ফোন জড়িত, তাই এটি ভালো রাখাও গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণেই ফোনে সমস্যা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম ফোনের চার্জ সমস্যা এবং ব্যাটারি নষ্ট হওয়া। অনেকেই ফোন শতভাগ চার্জ দিয়ে থাকেন। কেউ কেউ আবার বলেন এতে নাকি ফোনের ক্ষতি? এ সংক্রান্ত ব্যাপারে দ্য ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এবার তাহলে ফোনের ব্যাটারি শতভাগ চার্জ দেয়া এবং ব্যাটারি ভালো রাখার উপায় সম্পর্কে জেনে নেয়া যাক।

২০ ভাগে নামার আগে ফোন চার্জ নয়:
সাধারণ মোবাইল ফোনের ব্যাটারি লিথিয়ামের হয়ে থাকে। আর লিথিয়াম ব্যাটারি থেকে কার্যকর ফল পাওয়ার জন্য চার্জ সাইকেল সম্পর্কে ন্যূনতম ধারণা রাখা উচিত। এ ক্ষেত্রে ফোনে চার্জিংয়ের পরিমাণ ২০ শতাংশে নামলে তবেই চার্জ দিতে হবে। আর ৮০ শতাংশ চার্জ হলে বন্ধ করে দিন। এভাবে চার্জ করলে ব্যাটারি সাইকেল বাড়বে এবং ব্যাটারি ভালো থাকবে।

আরও পড়ুন :: ১০ বছরের মধ্যেই বিলুপ্ত হবে স্মার্টফোন, কিন্তু কেন?

চার্জ ধীরগতিতে হলে ব্যাটারি ভালো থাকে। তবে প্রয়োজনের সময় ফাস্ট চার্জার ব্যবহার করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। তবে সচরাচর ফাস্ট চার্জার ব্যবহার না করাই ভালো।

চার্জ সম্পন্ন হলে প্লাগড ইন না রাখা:
তরুণ প্রজন্মের অধিকাংশই ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে রাখেন। এতে ফোন চার্জ হয়ে থাকে। তবে সমস্যা অন্য জায়গায়। বাসা, অফিস কিংবা চলতে-ফিরতে পাওয়ার ব্যাংক বা বিদ্যুতের মাধ্যমে সবসময় ফোন চার্জে রাখা ভালো নয়। এতে ফোনের ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে।

চার্জ শূন্য হতে না দেয়া:
অনেক সময় প্রয়োজনে কিংবা বিনোদনের জন্য ব্যবহার করতে করতে ফোনের চার্জ শূন্য হয়ে যায়। এতে ব্যাটারির ওপর চাপ পড়ে। এমনটা যদি প্রায়ই বা নিয়মিত হতে থাকে তাহলে ব্যাটারির মেয়াদকাল ক্রমশ হ্রাস পেতে থাকে। এ অভ্যাস যতটা সম্ভব বাদ দেয়ার চেষ্টা করুন।

ফোন গরম হতে না দেয়া:
ফোন ব্যবহার করতে করতে অনেক সময় অত্যাধিক গরম হয়ে যায়। সাধারণত ৯০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা ব্যাটারির জন্য ঝুঁকির। তবে ঠান্ডা তাপমাত্রায় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। সেটি আবার বরফ জমার মতো ঠান্ডা আবহাওয়া হওয়া যাবে না।

ব্যাটারি ডেথ হলেই নতুন ফোন নয়:
ব্যাটারি দীর্ঘ সময় সার্ভিস দিচ্ছে না বা কাঙ্ক্ষিত সময় পর্যন্ত কাজ না করার অর্থ এই নয় যে, নতুন ফোন কিনতে হবে। বরং এ অবস্থায় মোবাইল ফোন প্রতিষ্ঠান থেকে নতুন একটি ব্যাটারি নিতে পারেন।

- Advertisement -

Related Articles

Latest Articles