6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

স্থায়ীভাবে ভারত ছাড়ছেন কোহলি-আনুশকা

স্থায়ীভাবে ভারত ছাড়ছেন কোহলি-আনুশকা - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের অন্যতম সেরা জুটি বিরাট কোহলি-আনুশকা শর্মা। ক্রিকেট মাঠে প্রায়শই কোহলিকে সমর্থন দিতে হাজির হন বলিউড তারকা। মাঠের বাইরেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা যায় দু’জনকে। দুজনের ভক্তদের মধ্যেও যা ব্যাপক সাড়া ফেলে।

তবে খুব শিগগিরই এই দম্পতি ভারত ছাড়বেন বলে জানিয়েছেন কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা।তার মতে, স্থায়ীভাবে যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা আছে কোহলির।

- Advertisement -

কোহলি ও আনুশকাকে অবশ্য প্রায়শই যুক্তরাজ্যে সময় কাটাতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে যা সামনে এসেছে বিভিন্ন সময়। সবশেষ আনুশকা দ্বিতীয় সন্তান আকায়ের মা হওয়ার আগে লম্বা সময় লন্ডনে ছিলেন। কোহলিও সে সময় সেখানে ছিলেন। আকায়ের জন্মের পরও এই দম্পতি লন্ডনে লম্বা সময় কাটিয়েছেন। এখানে এই দম্পতির একটি নিজস্ব বাড়িও আছে।

যে কারণেই কোহলির শৈশবের কোচের ধারণা স্থায়ীভাবে যুক্তরাজ্যে চলে যাবেন কোহলি। কোহলির লন্ডনে যাওয়ার পরিকল্পনা নিয়ে রাজকুমার শর্মা বলেন, ‘হ্যাঁ, বিরাট তার সন্তান এবং স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি খুব শীঘ্রই ভারত ছেড়ে চলে যাচ্ছেন এবং শিফট করতে চলেছেন। তবে, এই মুহূর্তে, কোহলি ক্রিকেট ছাড়াও তার পরিবারের সাথে বেশিরভাগ সময় কাটাচ্ছেন।’

কোহলির বর্তমান বয়স ৩৬। এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। ওয়ানডে ও টেস্ট দলেও সময়টা শেষের দিকে। তবে সেটা নির্ভর করছে ফর্মের ওপর। নিজের অবসর নিয়ে কদিন আগে নিজেও কথা বলেছেন কোহলি। সেখানেও কোহলি ইঙ্গিত দিয়েছেন আড়ালে চলে যাওয়ার।

যেখানে এই তারকা বলেন, ‘এটি বেশ সহজ। আমি মনে করি একজন ক্রীড়াবিদ হিসাবে, আমার ক্যারিয়ারের শেষ দিন রয়েছে। তবে এটা আমি ঠিক করতে চাই না। আর বিদায়ের পর কোনও অনুশোচনা করতে চাই না। আমার কাজ শেষ হয়ে গেলে, আমি চলে যাব। আপনারা আমাকে কিছুদিন দেখতে পাবেন না।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles