-0.8 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

শীতে ঠোঁট ফেটে রক্ত বের হলে কী করবেন?

শীতে ঠোঁট ফেটে রক্ত বের হলে কী করবেন?

শীতকালে ঠোঁট ফাটা একটা স্বাভাবিক ঘটনা। এ সময় ঠোঁটের ত্বক শুষ্ক থাকে। ফলে ঠোঁট ফাটতে দেখা যায়।

- Advertisement -

মূলত আর্দ্র আবহাওয়ার জন্য ঠোঁট ফেটে রক্ত বের হয়ে থাকে। শীতে আমরা ত্বকের বিশেষ যত্ন নিয়ে থাকলেও ঠোঁটের যত্নের ক্ষেত্রে অবহেলা করতে দেখা যায়। এবার এ সমস্যা থেকে সমাধানের বোল্ডস্কাই ওয়েবসাইট একটি প্রতিবেদন প্রকাশ করে।

এ শীতে যেভাবে ঠোঁটের যত্ন নিবেন চলুন জেনে নেওয়া যাক-

হিউমিডিফায়ার ব্যবহার করা
শীত থেকে মুক্তি পেতে কতকিছু না করতে হয়। শীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় ত্বক শুষ্ক ও ঠোঁট ফাটার সমস্যা দেখা যায়। তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে ঘরে একটি হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন :: ঠাণ্ডা আবহাওয়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি: গবেষণা

লিপবাম ব্যবহার
শীতে ত্বক সতেজ রাখতে অনেকেই মুখে ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। তবে অনেক সময় আমরা ঠোঁটে বিশেষ কিছু ব্যবহান করি না। এ শীতে ঠোঁটের বিশেষ যত্ন নেওয়ার জন্য লিপবাম ব্যবহার করতে পারেন, যা আপনার ঠোঁট শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করবে।

ঠোঁটে জিহ্বা দেওয়া বন্ধ করা
অনেকেই ঠোঁট শুকিয়ে এলে জিহ্বা দিয়ে ঠোঁট চাটতে থাকেন, যা ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে। কেননা, আমাদের লালায় এমন অ্যাসিড রয়েছে, যা খাদ্যের কণা ভেঙে ফেলার জন্য তৈরি হয়। আর সেই অ্যাসিড ঠোঁটে পড়লে ঠোঁট আরও শুকিয়ে যায়। তাই জিহ্বা দিয়ে ঠোঁট চাটা থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন :: সকালে খালি পেটে পানি পান করলে স্মরণশক্তি বাড়ে

এক্সফোলিয়েট
শুষ্ক বা মরা চামড়া দূর করার জন্য ঠোঁট এক্সফোলিয়েট করতে পারেন। এটি করার জন্য ঠোঁটে ময়েশ্চারাইজার কিংবা লিপবাম ব্যবহার করুন। এ ছাড়া মধু ও চিনি মিশিয়ে ঘরেই মিশ্রণ তৈরি করে তা দিয়ে স্ক্রাব করে নিতে পারেন ঠোঁট। এতেও ভালো উপকার মিলবে।

ক্যাস্টার ওয়েল
ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ক্যাস্টর ওয়েল ব্যবহার করেন। এটি আপনার ঠোঁট কোমল রাখবে এবং আর্দ্রতা দূর হয়। ফলে ঠোঁট ফাটা বা ঠোঁট ফেটে রক্ত পড়ার মতো সমস্যা দেখা দেয় না।

- Advertisement -

Related Articles

Latest Articles