12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

তিন বিয়ে করে পৌনে ২ কোটি টাকা লুট, গ্রেপ্তার ‘লুটেরা স্ত্রী’

তিন বিয়ে করে পৌনে ২ কোটি টাকা লুট, গ্রেপ্তার ‘লুটেরা স্ত্রী’ - the Bengali Times
লুটেরা স্ত্রী

‘লুটেরি দুলহান’ বা লুটেরা স্ত্রী হিসেবে পরিচিত এক নারী প্রায় এক দশক পর গ্রেপ্তার হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের এই নারী তিন পুরুষকে বিয়ে করে তাদের কাছ থেকে মোট ১.২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় পৌনে ২ কোটি টাকা) হাতিয়ে নিয়েছেন।

সীমা নামে এই নারীর (নিকি নামেও পরিচিত) কাহিনী শুরু ২০১৩ সালে, যখন তিনি আগ্রার একজন ব্যবসায়ীকে প্রথম বিয়ে করেন। কিছু সময় পর, সীমা ওই ব্যবসায়ীর পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং সেসময় তারা একত্রিত হয়ে ৭৫ লাখ রুপির একটি আপসে সমঝোতা করেন। কিন্তু, সীমার জন্য এর পরের ঘটনা ছিল অনেক বেশি নাটকীয়।

- Advertisement -

২০১৭ সালে, সীমা একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন, যিনি গুরগাঁওয়ে বসবাস করতেন। তবে কিছুদিন পর এই সম্পর্কও ভেঙে যায়। এর পর তিনি ওই পুরুষের কাছ থেকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন। এই টাকা নিয়ে তিনি তার স্বামী থেকে আলাদা হয়ে যান।

তারপর ২০২৩ সালে, সীমা একটি নতুন ব্যবসায়ীকে বিয়ে করেন, যিনি জয়পুরে থাকতেন। কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল—বিয়ের পর কিছু সময়ের মধ্যে সীমা ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৬ লাখ রুপি মূল্যের গয়নাসহ নগদ অর্থ নিয়ে পালিয়ে যান। তার পর ওই ব্যবসায়ীর পরিবার জয়পুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে সীমাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles