10.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

সেই চিঠির মালিক এখন দুই সন্তানের মা : আসিফ

সেই চিঠির মালিক এখন দুই সন্তানের মা : আসিফ - the Bengali Times
গায়ক আসিফ আকবর

জনপ্রিয় গায়ক আসিফ আকবর সম্প্রতি জন কবিরের সাথে একটি সাক্ষাৎকারে নিজের জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন। তিনি জানান, তার কাছে এখনো সাতটি লাগেজ ভর্তি ভক্তদের চিঠি রয়েছে। তিনি মজার ছলেই বলেন, “চিঠিগুলো যদি গুনতে বসি, কমপক্ষে পাঁচ লাখ তো হবেই!”

সাক্ষাৎকারের মাঝেই হাস্যরসের মোড় নেয় গল্পটি। আসিফ জানান, একবার একটি চিঠি খুলে পড়েছিলেন, আর সেই চিঠির লেখিকার সঙ্গে তার একটি ছোট্ট সংলাপও হয়েছিল। কয়েক বছর পর তিনি জানতে পারেন, সেই চিঠির মালিক এখন দুই সন্তানের মা!

- Advertisement -

আসিফ মজা করে বলেন, “আমি ভাবছিলাম, ওই চিঠির উত্তরের জন্য তিনি হয়তো এখনো অপেক্ষা করছেন! তবে ভক্তদের ভালোবাসার এমন স্মৃতিগুলো আমি জীবনের অন্যতম বড় অর্জন মনে করি।”

ভক্তদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং সেই চিঠিগুলোর মূল্যায়নই প্রমাণ করে কেন তিনি আজও কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে আছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles