12.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত চুল কাটবেন না তিনি

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত চুল কাটবেন না তিনি - the Bengali Times
ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যেদিন সরকার গঠন করবে, সেদিনই আমি মাথার চুল কাটব। এ ছাড়া আমি মরে গেলেও মাথার চুল কাটব না। আওয়ামী লীগের ওপর জেদ করে প্রায় ১৬ বছর আগে চুল না কাটার প্রতিজ্ঞা করে এখনও ধরে রেখেছেন ৪০ বছর বয়সী সাবু মন্ডল।

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের দয়রামপুর চরপাড়া গ্রামের মো. তালেব আলী মন্ডলের ছোট ছেলে সাবু মন্ডল। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের পর বিএনপি সমর্থক সাবু মন্ডলের ওপর নানারকম অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় সাবু মন্ডল প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মাথার চুল কাটবেন না। তার বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে নানা রকম বোঝালেও সাবু মন্ডল তার সিদ্ধান্তে অটুট আছেন।

সাবু মন্ডল জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিএনপি নির্বাচনে হেরে গেলে আমার ওপর নানারকম নির্যাতন-অত্যাচার করতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমার বাবার সম্পত্তি বিক্রি করে কেনা একটি মাইক্রোবাস কিনেছিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার সেই মাইক্রোবাসও লুটপাট করে নেয়। প্রতিনিয়ত আমাকে নির্যাতন করতে থাকে। তখন আমি প্রতিজ্ঞা করি বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মাথার চুল কাটব না। আজ ১৬ বছর হয়ে গেছে এখনো মাথার চুল কাটিনি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সামনে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে, খালেদা জিয়ার নেতৃত্বে যেদিন বিএনপি সরকার গঠন করবে, সেদিনই আমি মাথার চুল কাটব।

- Advertisement -

Related Articles

Latest Articles