9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

অপুর সাথে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি যান শাকিব!

অপুর সাথে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি যান শাকিব!
ছবি সংগৃহীত

নতুন নতুন ঘটনা এবং ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আলোচনায় থাকেন চিত্রনায়ক শাকিব খান। তাঁর জীবনে সম্পর্কের নানা উত্থান-পতন এবং দুটি বিয়ে, দুটি সন্তান নিয়ে বিভিন্ন গুঞ্জনও শোনা গেছে। তবে, শাকিবের একমাত্র এবং প্রথম প্রেমিকা হিসেবে পরিচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিয়ে বেশ আলোচিত হয়েছে।

অপুর সঙ্গে শাকিবের বিয়েটি ছিল গোপন, যা আট বছর ধরে বজায় ছিল। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর সংসারে আসে তাদের পুত্র সন্তান আব্রাম খান জয়। সন্তানের বিষয়টি প্রথমে গোপন রাখার পরিকল্পনা ছিল, তবে গণমাধ্যমে এটি প্রকাশ পাওয়ার পরই শাকিব ও অপুর সম্পর্কের ছেদ পড়ে।

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস তাঁর জীবনের অনেক অজানা ঘটনা শেয়ার করেছেন।তিনি জানান, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব।

সে ঘটনা বর্ণনা করে অপু বলেন, ‘একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায়, তারা চ্যাংড়াবান্ধা বর্ডারে আছে। আমি বললাম, মানে? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজো বোনকে বললাম শাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল।”

অপু আরো বলেন, “শাকিব রাতভর বাসে চড়ে শিলিগুড়ি চলে গিয়েছিল। পরবর্তীতে আমাদের পরিবারের সদস্যরা সেখান থেকে তাঁকে ফিরে আসার ব্যবস্থা করেন। আমার দাদা দ্রুত গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গিয়ে শাকিবের জন্য একটি হোটেল বুক করেন।”

এছাড়া, শাকিবের সঙ্গে তাঁর প্রেম এবং বিয়ে নিয়ে অপু জানান, “আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেসার ছিল! সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়।”

এইভাবে শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের একেকটি ঘটনা নতুন নতুন দিক উন্মোচন করছে, যা তাদের ভক্তদের কাছে এক ধরনের গল্পের মতো হয়ে উঠেছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles