13.9 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

প্রেমিকের থেকে কী চান অনন্যা পাণ্ডে?

প্রেমিকের থেকে কী চান অনন্যা পাণ্ডে? - the Bengali Times
বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে

প্রেম ভেঙে যাওয়ার পর নতুন সম্পর্কের খোঁজে আছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও সম্পর্ক নিয়ে তার মতামত শেয়ার করেছেন এই অভিনেত্রী। তার মতে, একজন সত্যিকারের প্রেমিকের আসল চরিত্র তখনই বেরিয়ে আসে, যখন কোনো সমস্যার মুখোমুখি হন তারা।

অনন্যা জানান, তিনি এমন প্রেমিক চান, যিনি তার সমস্যা সমাধান না করে, তার কথা মন দিয়ে শুনবেন। “আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই, আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেক সময় মানুষ মনে করেন, সমস্যার কথা বলা মানেই তার সমাধান খুঁজে দিতে হবে, কিন্তু আসলে আমি শুধু হালকা হতে চাই,” বলেন তিনি।

- Advertisement -

এছাড়াও, অভিনেত্রী বলেন, আমি এক জায়গায় পড়েছিলাম, ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে সেটা দেখা উচিত। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। ভালো মুহূর্তে তো সবই ভালো লাগে। কিন্তু মতান্তর হলে বোঝা যায়, সঙ্গী আপনাকে সম্মান করছে কি না।

এ বছরেই নতুন প্রেমে জড়িয়েছেন অনন্যা। তবে তার প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কো নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

 

- Advertisement -

Related Articles

Latest Articles