
বলিউডের স্টার কিডরা সবসময়ই থাকেন আলোচনায়। ব্যক্তিজীবন কিংবা প্রেম, নানা কারণে তাঁদের নিয়ে কৌতূহলের শেষ নেই।
শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গুঞ্জন নিয়ে বহুদিন ধরেই বলিউড সরগরম। এবার বছর শেষের পার্টির জন্য শাহরুখের আলীবাগের বাংলোতে একসঙ্গে সময় কাটাতে গিয়ে ফের খবরের শিরোনামে এলেন এই জুটি।
কিছুদিন আগেই একসঙ্গে পার্টি, দিওয়ালিতে রাত্রিযাপন কিংবা রেস্তোরাঁ ও আউটিংয়ে দেখা গেছে সুহানা ও অগস্ত্যকে। এবার অনেকটা গোপনীয়তার সঙ্গে আলীবাগে গিয়ে দেখা করেছেন এই স্টার কিডরা।
যদিও তাঁদের প্রেমের খবর বারবার লুকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়েছেন তাঁরা।
বলিউডে আসার আগেই সুহানা ও অগস্ত্যের প্রেম নিয়ে নানা জল্পনা শুরু হয়। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজের মাধ্যমে সেই গুঞ্জন আরও জোরালো হয়। এবার তাঁদের এই সাক্ষাৎ বলিউডের নতুন বছর শুরুর আগেই প্রেমের গল্পকে নতুন মোড় দিল।