10.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ঘুম ভাঙতেই ১.৩ বিলিয়ন ডলারের মালিক!

ঘুম ভাঙতেই ১.৩ বিলিয়ন ডলারের মালিক!
ছবি সংগৃহীত

ধনী হয়ে ঘুম থেকে জেগে উঠলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন বাসিন্দা। মেগা মিলিয়নস লটারি টিকিটধারী শনিবার সকালে অনেক ধনী হয়ে জেগে ওঠেন। কারণ শুক্রবার রাতে লটারির ড্রয়ে ছয়টি নম্বর মেলানোর মাধ্যমে তিনি প্রায় ১.৩ বিলিয়ন ডলার জিতেছেন। এটি মেগা মিলিয়নস লটারির ইতিহাসে পঞ্চম বৃহত্তম পুরস্কার। বিজয়ীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মেগা মিলিয়নসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়ার কটনউড শহরে, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২০০ মাইল উত্তরে বিক্রি হওয়া বিজয়ী টিকিটটি ৩, ৭, ৩৭, ৪৯ এবং ৫৫ নম্বরসহ সোনালী মেগা বল ৬-কে মেলাতে সক্ষম হয়েছেন।

- Advertisement -

মেগা মিলিয়নস কনসোর্টিয়ামের প্রধান পরিচালক জোশুয়া জনস্টন বলেছেন, এই ছুটির মৌসুমে কতই না চমৎকার উপহার! বছরের একটি বিশেষ সময়ে এটি আমাদের বিজয়ীর জন্য একটি সত্যিই বিশেষ মুহূর্ত।

লটারি ১. ২৬৯ বিলিয়ন ডলার মার্কে পৌঁছেছিল। কারণ আগের ৩০টি ড্রয়ে কেউই ছয়টি নম্বর মেলাতে পারেনি। যুক্তরাষ্ট্রের লটারি ইতিহাসে সর্ববৃহৎ পুরস্কার ছিল নভেম্বর ২০২২ সালে, যখন ক্যালিফোর্নিয়ার একজন টিকিটধারী $২.০৪ বিলিয়ন পাওয়ারবল জ্যাকপট জিতেছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles