-3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

চুরি করতে গিয়ে মদ পান করে ঘুমিয়ে পড়ল চোর

চুরি করতে গিয়ে মদ পান করে ঘুমিয়ে পড়ল চোর
চুরি করতে গিয়ে মদ খেয়ে ঘুমিয়ে পড়ল চোর

রাতে দোকানের সিলিং খুলে ভেতরে ঢোকে এক চোর। ফাঁকা দোকানে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরাগুলো অকেজো করে দেয়। তারপর দোকানের ক্যাশবাক্সের তালা খুলে সঙ্গে আনা গামছায় টাকা ভরে বেঁধে নেন। এরপরই তার নজর পড়ে দোকানের আশপাশে সাজানো মদের বোতলে।

দোকানের মধ্যে বসে কয়েক বোতল মদ পান করে চোর। এরপর নেশায় বুঁদ হয়ে যায়। ভুলেই যায় চুরির কথা। ভুলে যায় পালানোর কথাও। দোকানেই আরাম করে ঘুমিয়ে যান তিনি। সকালে দোকান থেকে তাতেই হাতেনাতে ধরা পড়ে ওই চোর।

- Advertisement -

ভারতের তেলঙ্গানার মেডক জেলায় ‘কনকদুর্গা ওয়াইন্‌স’র মালিক গত সোমবার সকালে দোকান খুলে দেখেন এক ব্যক্তি নাক ডেকে ঘুমাচ্ছে। তার পাশে পড়ে আছে কয়েকটি খালি মদের বোতল। আর পাশে রাখা কাপড়ের পুঁটলিতে টাকা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে জানা যায়, দোকানের সিলিং খোলা, ক্যাশবাক্সে টাকা নেই দেখেই দোকানের মালিক চুরির গল্প বুঝতে পারেন। খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ এসে চোরকে তুলে হাসপাতালে নিয়ে যায়। তবে তখনও তার জ্ঞান ছিল না। চুরির মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। চোরের কোনো সহযোগী ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles