10.5 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

মন ভেঙে গেছে, প্রেম-ভালোবাসা বিশ্বাস করি না : অহনা

মন ভেঙে গেছে, প্রেম-ভালোবাসা বিশ্বাস করি না : অহনা - the Bengali Times
অভিনেত্রী অহনা রহমান

২০২৪ সালে জীবনে অনেক কিছু ঘটেছে বলে মন্তব্য করেছেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। পাশাপাশি ২৫ সাল থেকে অভিনয় জগতে কাজ কমিয়ে ফেলবেন বলেও জানিয়েছেন তিনি।

অভিনয় থেকে বিরতির নেওয়ার কারণ বিয়ের পরিকল্পনা কি না, এমন প্রশ্নে অভিনেত্রীর সরাসরি উত্তর- নাহ বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না।

- Advertisement -

অহনা বলেন, ‘বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি , তারপর থেকে আর চাপ দিচ্ছেন না।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারেই প্রেম-বিয়ে এসব নিয়ে কথা বলেছেন অহনা রহমান। যেখানে সরাসরিই জানিয়েছেন, সম্পর্কে থেকে কষ্ট পেয়েছেন তিনি। যে কারণে আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না।

এর আগে এক সাক্ষাৎকারে কাজ কমিয়ে দেওয়া প্রসঙ্গে অহনা বলেন, ‘ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। এরপর ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করা হবে।’

কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।’

২০০৭ সাল থেকে অভিনয় জীবন শুরু করেন অহনা। তার সাম্প্রতিক জনপ্রিয় কাজ ‘প্রবাসীর স্ত্রী’ নাটক। যেখানে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles