
প্রেমে পড়লে মানুষ কতকিছুই না করে। তেমনি সিংহের খাঁচায় ঢুকে প্রেমিকাকে চমকে দিতে চেয়েছিলেন যুবক। দেখাতে চেয়েছিলেন তার বুকের পাটা কতখানি! যেমন ভাবা, তেমন কাজ। ভোর ৫টায় ক্যামেরা হাতে সিংহের খাঁচায় ঢুকেছিলেন ওই যুবক। কিন্তু তাকে ছিঁড়েই খেল পশুরাজ। ঘটনাটি উজবেকিস্তানের তাসখন্দের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক চিড়িয়াখানার কর্মী। গত ১৭ ডিসেম্বর তাসখন্দের পার্কেন্ট শহরের একটি ব্যক্তি মালিকানাধীন চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
৪৪ বছর বয়সী ওই যুবকের নাম এফ ইরিশকুলভ। ঘটনার দিন রাতে ডিউটি ছিল তার। ভোরে সিংহের খাঁচায় ঢোকেন তিনি। সেই সময় খাঁচার ভেতরে ছিল তিনটি সিংহ। ওই যুবক খাঁচায় ঢুকে ভিডিও ক্যামেরা অন করেন। প্রথম দিকে সিংহগুলো স্বাভাবিকই ছিল। যুবক এমন ভাব করছিলেন যেন সিংহগুলোকে দেখতেই ভেতরে ঢুকেছেন।
কিন্তু মুখে ক্যামেরার ফ্ল্যাশ লাগতেই ক্ষেপে ওঠে এক সিংহ। ওই কর্মী সিংহটিকে শান্ত করতে চাইলেও সে রেগে যায়। ভয়ঙ্কর গর্জন করে হামলা চালায় যুবকের ওপর। খুবলে খায় তাকে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যুবকের শরীরের কিছুটা অংশ খেয়ে ফেলে সিংহটি। এরপর সিংহ তিনটি খাঁচা থেকে বেরিয়ে পড়ে। যদিও পরে তাদের আবার খাঁচায় ঢোকানো হয়।